Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ আয়োজনে নতুন পুরানোর সমন্বয়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৫:৪০

মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশের অবস্থাও একই রকম। প্রভাব পরেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। চলমান এই পরিস্থিতির মধ্যেই এসেছে পত্রিব ঈদ উল আজহা। বিগত কয়েকটি উৎসবের আয়োজন  আর বড় পরিসরে  করতে পারছে না কেউ। এ ধরনের পরিস্থিতিতেও দেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন তাদের পূর্বের ধারা অব্যাহত রেখেছে। পূর্বের ন্যায় তারকা শিল্পীদের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে সম্ভাবনাময় তরুণদের গানও।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) যেসব গান প্রকাশ করছে তার মধ্যে আছে বাংলা গানের কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী তপন চৌধুরীর ‘খেলাঘর’। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতায়োজনে সৃজন হয়েছে এই গানটি। গানটি প্রকাশিত হবে ১৮ জুলাই । আল মাসুদের ভিডিও নির্মাণে এই গানে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী কাজী নওশাবা কে।

১৬ জুলাই প্রকাশ করা হবে তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক মাহতিম সাকিবের ‘মেঘলা কালো চুল’। মাশরিফ আল দ্বীনের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন তাসনুভ বুলেট শুভ। গানটির সুর ও ভিডিও পারিচালনা করেছেন মাহতিম সাকিব নিজেই। ভিডিওতে মাহতিম সাকিবের সাথে অভিনয় করেছেন প্রীতি জামান।

বাঁধনের নতুন গান ‘বলে দাও’ প্রকাশিত হবে ২০ জুলাই। গানটির ভিডিও নির্মাণ করেছে দেখো ষ্টুডিও।

২২ জুলাই প্রকাশ করা হবে আলোচিত কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের ‘সোনা বন্ধুরে’। গানটির কথা লিখেছেন যৌথভাবে নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আদিব।

জে আলম তার শ্রোতাদের জন্য এবারে ঈদে নিয়ে আসছেন নতুন গান ‘প্রথম ছোঁয়া’। প্রদীপ সাহার কথায় গানটিতে সুরারোপ করেছেন অভি আকাশ। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। চন্দন রায় চৌধুরী ভিডিও নির্মাণে এতে অভিনয় করেছেন আলভী মামুন ও ফারহানা ওহি। গানটি প্রকাশিত হবে ২৪ জুলাই।

মিলন মাহমুদের গান ‘কেন তার নাম’ প্রকাশিত হবে ২৬ জুলাই। রবিন রউফের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন জহির খান। এতে অভিনয় করেছেন আসপিয়া ওহী ও মিলন মাহমুদ।

বিজ্ঞাপন

২৮ জুলাই প্রকাশিত হবে লুৎফর হাসানের গান ‘অন্য আমি’। রেজা হাসানের কাব্যমালায় গানটিতে সুর দিয়েছেন লুৎফর হাসান নিজেই। সঙ্গীতায়োজনে আমজাদ হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

৩০ জুলাই প্রকাশিত হবে টিনা রাসেলের গান ‘পাগলেরই বেশ’। জিসান খান শুভর কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আমজাদ হোসাইন। সাইফুল ইসলাম রোমানের ভিডিও পরিচালনায় এত অভিনয় করেছন পূর্ণিমা বৃষ্টি ও নোমান।

মৌমিতা বড়ুয়ার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের গানটিও থাকছে এই আয়োজনে । এ আর সারোয়ারের সুর ও সঙ্গীতায়োজনে গানটির কথা লিখেছেন মোহাম্মদ শহীদুর রহমান। রাজু দাসের পরিচালিনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন আসামের অভিনেতা সিমন্তিকা শর্মা ও সির্দ্ধাথ সিনহা। গানটি প্রকাশিত হবে ৩১ জুলাই।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেল অবমুক্ত করা হবে গানগুলো। পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী বিদেশী একাধিক অ্যাপে।

সারাবাংলা/এজেডএস

ঈদ আয়োজন ধ্রুব মিউজিক স্টেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর