Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় ‘রেহানা মরিয়ম নূর’-এর স্বত্ব পেলো দুই প্রতিষ্ঠান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৫:০৩

বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। কিছুদিন আগে ছবিটির বিপণন প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছিলো ফিল্ম বুটিক। তাদের মাধ্যমে ছবিটি আমেরিকায় বিতরণের স্বত্ব পেয়েছে দুটি প্রতিষ্ঠান।

গ্রাসশপার ফিল্ম ও গ্র্যাটিচুড ফিল্মস ‘রেহানা মরিয়ম নূর’ আমেরিকায় প্রদর্শনে সহায়তা করবে।

চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি জানাচ্ছে, ২০২২ সালের শুরুতে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাবে। এরপর একে একে দর্শকের সামনে আসবে ডিজিটাল, হোম ভিডিও ও নন-থিয়েট্রিকাল পদ্ধতিতে।

সম্প্রতি এ বিষয়ে গ্রাসশপার ফিল্ম ও ফিল্মস বুটিকের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

‘আঁ সার্তে রিগা’বিভাগে নির্বাচিত ‘রেহানা মরিয়ম নূর’ গত ৭ জুলাই কানে প্রদর্শিত হয়। বর্তমানে সেখানে অবস্থান করছেন ছবিটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, প্রধান মুখ আজমেরী হক বাঁধনসহ ৮ সদস্যের একটি দল।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৭ মিনিট। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে সিঙ্গাপুরের পোটোকল ও বাংলাদেশের মেট্রো ভিডিওর ব্যানারে। প্রযোজনা করেছে বাংলাদেশের সেন্সমেকারস ও ফ্রান্সের জিরেল প্রোডাকশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আমেরিকা রেহানা মরিয়ম নূর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর