Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজল-সারিকার ঈদ নাটক ‘গেম অফ লাইফ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৪:৫৫

ঈদ উপলক্ষ্যে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অফ লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।

‘গেম অফ লাইফ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

গল্পে দেখা যায় আবির-শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলির নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে।

অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিককে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর ক্ষেপে গিয়ে বাড়ী ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এ ভাবে চলতে থাকে ‘গেম অফ লাইফ’-এর গল্প।

জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

গেম অফ লাইফ সজল সারিকা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর