সুহানার তাজমহল দর্শন
৩১ মার্চ ২০১৮ ১১:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১১:৩৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শাহরুখ খান কন্যা সুহানাকে নিয়ে আলোচনার শেষ নেই। কদিন থেকেই শোনা যাচ্ছে বলিউডে অভিষেক হচ্ছে তার। টেলিভিশন কমার্শিয়ালে কাজ করছেন বলেও জল্পনা শুরু হয়েছিল মাঝখানে। তবে এসব আলোচনার কোনটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
সোশ্যাল মিডিয়ায় সুহানা অবশ্য দারুণ জনপ্রিয়। তার ছবি ও ভিডিওর কদর আছে বেশ। সম্প্রতি তার তাজমহল দেখার একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ছবিতে সুহানাকে বেশ কয়েকজন বিদেশী তরুণীর সঙ্গে দেখা যায়। ওই তরুণীরা সুহানার ক্লাশের বন্ধু। তাদের সঙ্গে জমিয়ে এই প্রেমের সৌধ ঘুরে বেড়িয়েছে সুহানা।
কিছুদিন আগেই সুইমিং পুলে সুহানার একটি ছবি ভাইরাল হয়েছিল। সুহানাকে মনে করা হয় সবচেয়ে পছন্দের স্টার-কিড। লন্ডনে পড়াশোনা নিয়ে ব্যস্ত সুহানার বলিউডে অভিনয় নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই। তবে তাই বলে থেমে নেই তাকে নিয়ে গসিপ।
সারাবাংলা/টিএস/পিএম