Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যার ৬ মাস, ছবি পোস্ট করলেন আনুশকা-বিরাট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুলাই ২০২১ ১৬:০৮

চলতি বছরের শুরুতেই মা-বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। জন্ম নেয় তাদের কন্যা সন্তান ভামিকা। আর তার জন্মের পর সবার নজর থেকেই তাকে দূরে রেখেছিলেন আনুশকা-বিরাট। পাপারাৎজিদেরও অনুরোধ করেছিলেন তারা যেন একেবারেই ছোট্ট ভামিকার আশেপাশে ক্যামেরা নিয়ে না ঘুরতে থাকেন। আর তাই তো যখনই আনুশকা ও বিরাট যখনই বাইরের বের হতেন, তখন মেয়ের মুখ ঢেকে, বুকে জড়িয়ে সবার নজর থেকে সরিয়ে রাখতেন।

বিজ্ঞাপন
আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা

আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা

এই ছয় মাসে সোশ্যাল মিডিয়াতেও একটি বারের জন্য পোস্ট করেননি ছোট্ট ভামিকার ছবি। তবে সোমবার (১২ জুলাই) হঠাৎই আনুশকার ইনস্টাগ্রামে দেখা মিলল বিরুষ্কার মিষ্টি মেয়ে ভামিকার! মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দেই আনুশকা ও বিরাট পোস্ট করলেন ভামিকার আদর মাখা ছবি।

ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি

ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকা ভামিকাকে নিয়ে মোট ৪টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা। দ্বিতীয় ছবিতে ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি। অন্যদিকে আরেকটি ছবিতে আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। এবং শেষ ছবিটি একটি কেক-এর।

এই ছবি পোস্ট করে আনুশকা লিখলেন, ‘তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাওনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।’

আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। শেষ ছবিটি একটি কেক-এর

আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। শেষ ছবিটি একটি কেক-এর

তবে ৬ মাস পর ছবি পোস্ট করলেও, আগের মতোই মেয়ের মুখ একেবারেই ক্যামেরার সামনে আনেননি আনুশকা। সদ্য পোস্ট করা ছবিতেও কায়দা করে মেয়ের মুখ আড়াল করেছেন বিরুষ্কা। যেন আকার ইঙ্গিতে তারা বুঝিয়েছেন, সময় হলেই ভামিকা সবার সামনে আসবে।

সারাবাংলা/এএসজি

আনুশকা শর্মা আনুশকা- বিরাটের কন্যাসন্তান আনুশকা-বিরাট বিরাট কোহলি ভামিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর