Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালোবাসার আংটি’তে শাহেদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুলাই ২০২১ ১২:১৫

অভিনেতা শাহেদ শরীফ খান

মো: রবিউল আলম সিকদারের পরিচালনায় নির্মিত হলো নাটক ‘ভালোবাসার আংটি’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, আনসার আলী, নবাগতা ইসমিতা, ও রহিম সুমন।

নাটকটি প্রসঙ্গে মো: রবিউল সিকদার বলেন, ‘আমি সবসময়ই জীবন ঘনিষ্ট গল্প নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করি। ভালোবাসার আংটি ঠিক তেমনি একটি নাটক। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মাতিয়া বানু শুকু আপার কাছে। কারণ তিনি সবসময়ই আমাকে অনুপ্রেরনা দেন এবং আমাকে ভালো ভালো গল্পের নাটক দেন, যাতে নির্মাণে আমি অনেক অনুপ্রেরণা পাই।’

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহেদ শরীফ খান বলেন, ‘রবি চেষ্টা করেছে গল্প অনুযায়ী কাজটি ভালোভাবে করার। আমার কাছে গল্পটা ভালোলেগেছে। আশা করছি দর্শকেরও ভালোলাগবে।’

শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। সর্বশেষ মো: রবিউল ইসলাম ফারিয়াকে নিয়ে ‘সত্যি প্রেমের মিথ্যে গল্প’ নাটক নির্মাণ করেছিলেন। ভালোবাসার আংটি’ নাটকটি প্রযোজনা করেছে জেড এইচ এন্টারটেইনম্যান্ট প্রোডাকসন।

সারাবাংলা/এএসজি

মাতিয়া বানু শুকুর মাসুম বাশার রবিউল আলম সিকদার শাহেদ শরীফ খান শিল্পী সরকার অপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর