Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার একসঙ্গে লিজা-ইউসুফ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জুলাই ২০২১ ১০:৫০

পেশাগতভাবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একই বছরে অর্থাৎ ২০০৮ সালে সানিয়া সুলতানা লিজা ও ইউসুফ আহমেদ খানের যাত্রা শুরু হয়েছিলো। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’তে সে বছর প্রথম হন লিজা। একই বছরে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ-এ ছিলেন ইউসুফ।

এরইমধ্যে লিজা অনেক মৌলিক গান গেয়ে, দেশে বিদেশে অসংখ্য স্টেজ শো’তে অংশ নিয়ে নিজেকে সঙ্গীতাঙ্গনে আলাদা একটি অবস্থানে নিয়ে আসতে পেরেছেন। এক কথায় দেশে বিদেশে ভীষণ জনপ্রিয় লিজা, নিজের নামকে সঙ্গীতাঙ্গনে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। অন্যদিকে ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে ইউসুফ আহমেদ খান একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে এসে একযুগ পরে হলেও সঙ্গীতপ্রেমী এবং সমজদার শ্রোতা দর্শকের কাছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন।

বিজ্ঞাপন

এই মুহুর্তে ইউসুফ আহমেদ খান মৌলিক গানের প্রতি ভীষণ মনোযোগী। লিজা ও ইউসুফের একসঙ্গে পথ চলা হলেও কখনো তাদের একসঙ্গে গান করা হয়ে উঠেনি। এবারই প্রথম আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য তারা দু’জন মুনশী ওয়াদুদের লেখা ও শেখ সাদী খানের সুর সঙ্গীতে ‘গোলাপের পাঁপড়িতে দুটি হাত’ গানটি একসঙ্গে গেয়েছেন। গানটির মূল শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। এরইমধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদে বিটিভি’র ‘স্মৃতির সুরভী গানে গানে’ অনুষ্ঠানে লিজা ও ইউসুফের গাওয়া এই গানটি প্রচার হবে।

গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘যেহেতু আমাদের যাত্রা একই সময়ে দুটি ভিন্ন রিয়েলিটি শো দিয়ে, তাই ইউসুফদের প্রতিযোগিতার পর্বগুলো যখন প্রচার হতো তখন তা দেখতাম। ইউসুফের কন্ঠ আমার কাছে সবসময় পরিণত মনে হতো। আমার কেন জানি মনে হতো ইউসুফই চ্যাম্পিয়ন। আর শেখ সাদী স্যারের গান গাওয়াতো আসলে সবসময়ই চ্যালেঞ্জিং। আমার অনেক ব্যস্ততা থাকলেও তার গান গাইতে যখন আমাকে ডাকা হয়, তখন আমি আগ্রহ নিয়েই তা করতে যাই। আমার নিজেকে সমৃদ্ধ করতেই স্যারের সুর করা গান গাই। এই গানটি খুব বেশি প্রচলিত নয়, তবে গানটি এক কথায় অসাধারণ।’

বিজ্ঞাপন

ইউসুফ বললেন, ‘লিজা নি:সন্দেহে আমাদের সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় শিল্পী। কিংবদন্তী শিল্পদের, সুরকারদের এবং সিনেমার গান গাইবার সময় ভীষণ যত্নশীল থাকে। একজন শিল্পীর যেসব গুনাবলী থাকা জরুরী, তার সবই আছে। তার গান আার ভীষণ পছন্দ। তারসঙ্গে গাইতে পেরে খুউব ভালোলেগেছে। ধন্যবাদ সাদী স্যারকে এমন একটি গানের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। কৃতজ্ঞতা স্যারের প্রতি।’

সারাবাংলা/এএসজি

ইউসুফ আহমেদ খান ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ চ্যানেল আই সেরাকন্ঠ লিজা-ইউসুফ সানিয়া সুলতানা লিজা