Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার অভিযোগে সালমান ও তার বোনের বিরুদ্ধে মামলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ জুলাই ২০২১ ২০:৪৯

সালমান খানের জীবনে মামলার ঝামেলা মনে হয় আর শেষ হলো না। এবার তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তার সঙ্গে আসামী তার বোন আলভিরা অগ্নিহোত্রীসহ ছয় জন। অভিযোগকারী চন্দ্রিগড়ের একজন ব্যবসায়ী অরুণ গুপ্ত।

অরুণ গুপ্ত তার অভিযোগে বলেন, সালমানের প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের একজন কর্মচারী তাকে প্রতিষ্ঠানটির শাখা নিতে ২ কোটি রুপী বিনিয়োগ করতে বলে। তারা তার উপর চাপ সৃষ্টি করে এবং বলেছিলো সালমান নিজে শাখাটি পরিদর্শনে আসবেন। কিন্তু তার বোন জামাই আয়ুশ শর্মা এসছিলো।

বিজ্ঞাপন

অরুণ গুপ্ত ভারতীয় গণমাধ্যম এএনআইকে বলেন, শো-রুম উদ্বোধনের পর থেকে আমি আর তেমন কোনো পাত্তা পাইনি। তারা আমাকে সালমানের সঙ্গে এ নিয়ে দেখা করে কথা বলতে বলে। আমি তার সঙ্গে দেখা করি এবং সে আমাকে প্রতিজ্ঞা করে শো-রুমে আসার। কিন্তু দেড় বছর হয়ে গেলেও আমাকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এমনকি সালমান আমার চিঠির কোনো উত্তর দেননি।

এদিকে মামলাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে চন্দ্রীগড় থানা পুলিশ। পুলিশের এসপি কেতান বানসাল এএনআই নিউজকে বলেন, আমরা তাদেরকে ১৩ জুলাই পর্যন্ত অভিযোগের ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। যদি তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সালমানকে সবশেষ পর্দায় দেখা গেছে ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে। তার হাতে রয়েছে ‘অন্তিম— দ্য ফাইনাল ট্রুথ’, ‘কিক ২’, ‘কাবি ঈদ কাবি দিওয়ালি’ ও ‘টাইগার ৩’ এর মতো ছবি।

সারাবাংলা/এজেডএস

মামলা সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর