Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৌসিফের স্বপ্নের নায়িকা পায়েল!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জুলাই ২০২১ ১৬:৩২

ফেরি করে টি-শার্ট বিক্রেতা রাসেল ভালোবাসে জবাকে। দু’জনের একই বস্তিতে বসবাস। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা।

গল্পের শুরুটা এখানে, তবে শেষটা বড় বিস্ময়ের। রাসেল ও জবা মুখোমুখি হয় কঠিন বাস্তবতার। এমনই এক গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘স্বপ্নের নায়িকা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন  তৌসিফ মাহবুব ও পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

বিজ্ঞাপন

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পটি আসলে বাস্তব ঘটনারই একটা প্রতিচ্ছবি। মিডিয়ায় এমন ঘটনা প্রায় ঘটে। নায়িকা বানানোর কথা বলে প্রতারণার শিকার হন অনেকে। এই নাটকটির মাধ্যমে তেমনই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এরমধ্যে রয়েছে অসাধারণ একটা প্রেমের গল্পও।’

জানা গেছে, ‘স্বপ্নের নায়িকা’সহ এক ডজন বিশেষ নাটক নির্মাণ করেছে সিএমভি। ঈদের সাতদিনের আয়োজনে নাটকগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

কেয়া পায়েল তৌসিফ মাহবুব স্বপ্নের নায়িকা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর