Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরচিত ‘রাগ’ চুরি, হাসপাতাল থেকেই তীব্র ক্ষোভ কবীর সুমনের

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ জুলাই ২০২১ ১৬:৫৪

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রোববার (২৭ জুন) রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এই বর্ষীয়ান শিল্পী। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবীর সুমন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এবার সেখান থেকেই এক ব্যক্তির বিরুদ্ধে রাগ চুরি করার গুরুতর অভিযোগ তুললেন এই খ্যাতনামা শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সুমন জানিয়েছেন, বছর খানেক আগে একটি রাগ তৈরি করেছিলেন তিনি। নাম রেখেছিলেন ‘আহির বৈরাগী’। সুভদ্রকল্যাণ রাণা নামের এক ব্যক্তি সেই রাগ বেমালুম চুরি করে নিজের রচিত বলে দাবি করছেন। শিল্পীর দাবি, ‘আহির বৈরাগী’ নিজের রচিত বলে শুধু প্রচার করেই ক্ষান্ত হচ্ছেন না সুভদ্রকল্যাণ রাণা। একইসঙ্গে বাংলা খেয়ালের নামে বদনাম করে বেড়াচ্ছেন। বাংলা খেয়ালকে রীতিমত আক্রমণ করছেন তিনি। গোটা ঘটনার কথা ফেসবুকে তুলে ধরেছেন সুমন।

বিজ্ঞাপন
হাসপাতাল থেকে কবীর সুমনের পোস্ট

হাসপাতাল থেকে কবীর সুমনের পোস্ট

কবীর সুমন আরও জানিয়েছেন, বছরখানেক আগে এই রাগ তিনি তৈরি করেছিলেন। সেই রাগের কথা ফেসবুকেও জানিয়েছিলেন শিল্পী। এরপরেই ওই রাগের কথা জানতে পেরে এই অভিযুক্ত বাঙালি যুবক নেটমাধ্যমেই যোগাযোগ করেন শিল্পীর সাথে। জানিয়েছিলেন তিনি তবলা বাজান। রাগটি শিখে নিয়ে বাজাতে চান। কবীর সুমন লিখেছেন, ‘তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন যে ঐ রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন। এমন ঘটনা তাঁর চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়ত।’ তবে বক্তব্যের শেষে সুভদ্রকল্যাণ রাণার উদ্দেশে সুমনের বার্তা, ‘মিথ্যাচারে নয় সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন’।

অভিযুক্ত সুভদ্রকল্যাণ রাণা ও কবীর সুমনের সঙ্গে তার কথোপকথন

অভিযুক্ত সুভদ্রকল্যাণ রাণা ও কবীর সুমনের সঙ্গে তার কথোপকথন

একইসঙ্গে নিজের জীবনের ‘শেষ ব্রত’-র কথাও জানিয়েছেন এই প্রবাদপ্রতিম শিল্পী। সুস্থ হয়ে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন তিনি। তার জীবনের এখন ‘আসল কাজ’ সেটাই।

সারাবাংলা/এএসজি

আহির বৈরাগী কবীর সুমন হাসপাতালে সংগীতশিল্পী কবীর সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর