Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সালাম সালাম হাজার সালাম’ গানের স্রষ্টা ফজল-এ-খোদা আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২১ ১০:৫৭ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১২:১৫

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা। রোববার (৪ জুলাই) ভোররাত ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু হয় তার। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার করোনা পজিটিভ আসার পর বাসায় থেকে দু’দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজল-এ-খোদা। তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো। জানা গেছে, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং বড় ছেলেও করোনা আক্রান্ত।

বিজ্ঞাপন

গীতিকার ফজল-এ-খোদার জন্ম ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। গীতিকার হিসেবে ১৯৬৩ সালে বাংলাদেশ বেতার এবং ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন ফজল-এ-খোদা। তার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে।

বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

গীতিকার ফজল-এ-খোদা টপ নিউজ সালাম সালাম হাজার সালাম