Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রওনক-ঊর্মিলার ‘ছায়া কাব্য’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জুলাই ২০২১ ১১:৩৩ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১৪:৫৩

সোম্য বেশ কিছু বছর ধরেই অসুস্থ। সারাক্ষণ নিজের রুমের ভেতর চুপচাপ বসে থাকে। মেধাবী ছাত্র হিসেবে ভার্সিটিতে বেশ জনপ্রিয় ছিল। সোম্যর এই বদলে যাওয়ার কারণ সহপাঠিরাও বলতে পারে না। মায়ের সাথেও তেমন একটা কথা বলে না। ছেলের এই পরিনতির জন্য সারাক্ষণ কান্নাকাটি করে মা।

একদিন এক প্রতিবেশি মাকে বুদ্ধি দেয়,ছেলের কোন পছন্দের জায়গা থেকে ঘুড়িয়ে নিয়ে আসেন। মা সোম্যকে দূরে ট্রেনে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তাতেও কোন সারা মেলে না। সেই রাতেই সোম্য বাড়িতে না বলে বাইরে বেরিয়ে পরে। সে কুষ্টিয়ার একটি ট্রেনে উঠে পরে। ট্রেনটা কুষ্টিয়া জগতি স্টেশনে থামলে সোম্য নেমে পরে। সেখানেই বসে থাকে সারাদিন।

বিজ্ঞাপন

ষ্টোশনের ঘন্টা বাজায় কানু লাল। সোম্যর এমন বসে থাকা সেই সকাল থেকেই লক্ষ্য করছিলো। সর্বশেষ ট্রেনটি চলে গেলে সোম্যর দিকে এগিয়ে আসে। এক পর্যায়ে কানু লালের থাকায় জায়গাতেই সোম্যর থাকার আশ্রয় হয়।

কানু লাল একটি পুরাতন ভাঙ্গা বাড়িতে একাই থাকে। বেশ বড় বাড়ি। বাড়িটির মূল মালিক শচীন মল্লিক অনেক বছর আগে এই বাড়ি ছেড়ে কলকাতা চলে যায়। হঠাৎ একদিন কলকাতা থেকে শচীন মল্লিকের এক মাত্র মেয়ে কবিতা আসে।

কবিতা খুব চঞ্চল স্বভাবের মেয়ে। সোম্যকে প্রায়ই জোড় করে বাইরে ঘুরতে নিয়ে যায়। তারপর থেকে একটু একটু করে সোম্যও যেন স্বাভাবিক হতে থাকে কবিতার আবির্ভাবে। ভালোই চলছিলো কবিতা এবং সোম্যর দিন গুলি। হঠাৎ করেই চলে আসে কবিতার এক কলেজ ফ্রেন্ড প্রান্ত। এবার একটু একটু করে বদলে যেতে দেখা যায় কবিতাকে। সোম্য এক রাতে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টা কবিতা বুঝতে পেরে সোম্যকে আটকায়। প্রান্ত যে তার শুধুই ভালো একজন বন্ধু কবিতা সেটা বুঝায়।

বিজ্ঞাপন

পরদিন সকালে বাড়ির বাইরে অনেক লোকজনের কথার শব্দে ঘুম ভাঙ্গে সোম্যর। জানালা দিয়ে তাকিয়ে দেখে,বাইরে অনেক মানুষ। পুলিশসহ অনেকেই আছে। দেখে মনে হয় এই বাড়ি ভাঙ্গার জন্য এসেছে। সোম্য দ্রুত সেখানে যায়। উপস্থিত কেউ একজন সোম্যকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে বলে। কারণ,এখনি এই বাড়ি ভাঙ্গা হবে। সোম্য বুঝাতে চেষ্টা করে ,এই বাড়ির মালিকের মেয়ে কবিতা আসছে কলকাতা থেকে। তার সাথে যেন আগে কথা বলে। সবাই হাসতে থাকে সোম্যর কথায়।

সোম্য দ্রুত খবর দিতে কবিতার রুমে ছুটে যায়। সেখানে গিয়ে সোম্য চুরান্ত ভাবে অবাক হয়। কারণ সেখানে কবিতা নাই। আর রুমের যা অবস্থা তাতে একশ বছর আগেও কেউ ছিল বলে মনে হয় না। গেল রাতেও সে এখানে বসে কবিতার সাথে কথা বলেছে। সবই কি তাহলে মিথ্যা?

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘ছায়া কাব্য’। সুজিত বিশ্বাস-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। প্রচারিত হবে শনিবার (৩ জুলাই) রাত ৮টায় আরটিভিতে।

সারাবাংলা/এএসজি

‘ছায়া কাব্য’ আরটিভি ঊর্মিলা শ্রাবন্তী কর একক নাটক রওনক হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর