Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার ছবিতে মিথিলা!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুলাই ২০২১ ১৬:৩৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন কলকাতার বউ। সবাই ধরে নিয়েছিলো তিনি হয়তো স্বামী কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীর ছবিতে অভিনয় করবেন। কিন্তু আপাতত তা না হলেও তাকে দেখা যাবে কলকাতার ছবিতে। এমনটাই দাবি কলকাতার গণমাধ্যমগুলোর।

রাজর্ষি দে পরিচালিত পরবর্তী ছবিতে মিথিলাকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। রাজর্ষির পরবর্তীর ছবির বিষয় শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’। ধারণা করা হচ্ছে লেডি ম্যাকবেথ এতে গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

টলিউডের বিভিন্ন সূত্র বলছে, মিথিলা যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সে চরিত্রে প্রথমে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনয়ের কথা ছিল। তিনি অজ্ঞাত কারণে ছবিটি থেকে সরে গিয়েছেন।

পরিচালক রাজর্ষি দে সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির। এটি নির্মিত হচ্ছে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে।

শোনা যাচ্ছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’য় অভিনয় করা কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়সহ মোটামুটি সবাই থাকছেন এ ছবিতে।

তবে পুরো বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন রাজর্ষি দে। তিনি বলেন, আমি আপাতত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ কীভাবে মুক্তি দিবো তা নিয়ে চিন্তা করছি। এর আগে নতুন কোনো ছবি নিয়েই চিন্তা করছি না।

সারাবাংলা/এজেডএস

কলকাতার ছবি রাফিয়াত রশিদ মিথিলা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর