Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজল প্রভার ঈদ নাটক ‘ব্যাগবন্দি স্বপ্ন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জুন ২০২১ ১৪:৩১

আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সরদার খোকন নির্মাণ করেছেন ‘ব্যাগবন্দি স্বপ্ন’। নাটকটি রচনা করেছেন তারেক মিয়াজী।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক সরদার খোকন বলেন, ‘একজন বড় ভাই তার ছোট ভাইয়ের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারেন, তা নিয়ে আমাদের নাটকের গল্প। একই চাইলেই বেকার না থেকে জীবনে অনেক কিছু করা যায়, তাই দেখানো হবে এখানে।’

‘ব্যাগবন্দি স্বপ্ন’ নাটকের গল্পে দেখা যাবে, ঢাকায় ছোট ভাইসহ একটি মেসে থাকেন ইমতিয়াজ। শিক্ষিত হয়েও ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তাকে দেখে কৌতূহলী হয়ে উঠে জয়ন্তী আর তার বান্ধবী টুম্পা।

তারা অনুসরণ করে দেখেন, ইমতিয়াজ মাঝে মাঝে ভ্যানগাড়ি চালানোর পাশাপাশি স্যুট পরে বিভিন্ন অফিস থেকে বের হয়ে আসেন! আসলে তিনি ভ্যানচালক, নাকি অন্য কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত; তা খুঁজতে শুরু করেন জয়ন্তী ও টুম্পা। সত্যটা জানতে হুট করে একদিন ইমতিয়াজের বাসায় পৌঁছে যান তারা। কিন্তু সেখানে গিয়ে দুই বান্ধবী খুব অবাক হয়ে যান।

ঈদুল আযহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

আব্দুন নূর সজল সাদিয়া জাহান প্রভা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর