Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন পরিচালক রাজ কৌশল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ জুন ২০২১ ১৩:১৭

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড পরিচালক রাজ কৌশল চট্টোপাধ্যায়। বুধবার ভোর সাড়ে ৪টায় প্রয়াত তিনি। বয়স হয়েছিল ৪৯ বছর। বলিউড অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। পরিচালক রাজ কৌশলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউডের একাধিক তারকা।

রাজ কৌশল ও মন্দিরা বেদী

রাজ কৌশল ও মন্দিরা বেদী

পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। অভিনেত্রী নেহা ধুপিয়া নেটমাধ্যমে প্রয়াত পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। পাশাাপাশি জানিয়েছেন, এই ছবিটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না, রাজ তাদের মধ্যে নেই। মন্দিরা স্ট্রং মেয়ে, তার জন্য অভিনেত্রীর কাছে কোনো শব্দ নেই।

বিজ্ঞাপন

অভিনেতা আরশাদ ওয়ারসি শোকজ্ঞাপন করে লিখেছেন, তিনি আজ নিজের খুব কাছের বন্ধুকে হারিয়েছেন। পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন তিনি। রাজের সঙ্গে ছবি করেছেন, বহুদিন ধরে চেনেন তাকে। রাজের সঙ্গ পছন্দ ছিল তার। প্রয়াত পরিচালককে একজন হাসিখুশি মানুষ হিসেবে চিনতেন তিনি। তাকে মিস করবেন বলে জানিয়েছেন আরশাদ ওয়ারসি।

অভিনেতা রোহিত রায় জানিয়েছেন, বুধবার ভোর রাতে সাড়ে ৪টা নাগাদ মারা যান রাজ। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। সেসময় বাড়িতেই ছিলেন রাজ। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া বা কোনও চিকিৎসা শুরু করতে পারার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
রাজ কৌশল ও মন্দিরা বেদী

রাজ কৌশল ও মন্দিরা বেদী

কপি রাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ। পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি করেছেন নিজের পরিচালনায়। মন্দিরা ও রাজের দুই ছেলে মেয়ে বীর এবং তারা। ২০২০ সালে ৪ বছরের কন্যা সন্তান তারা-কে দত্তক নেন দুজনে।

সারাবাংলা/এএসজি

পরিচালক রাজ কৌশল বলিউড পরিচালক মন্দিরা বেদী