Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখকে সঙ্গে নিয়ে ছবি বানাচ্ছেন আলিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ জুন ২০২১ ১০:০৯

শাহরুখের রেড চিলিসের সঙ্গেই জুটি বেঁধে ছবি বানাচ্ছেন আলিয়া ভাট। ছবির নাম ‘ডার্লিংস’। জানা গেছে, জসমিত কে রিন-এর পরিচালনায় এটি একটি ডার্ক কমেডি ফিল্ম। আলিয়ার প্রযোজনা সংস্থার নাম ইটারনাল সান সাইন প্রোডাকশন।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে স্ক্রিপ্টের কপি হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী স্ক্রিপ্ট হাতে নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার আজকের দিন’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটা হৃদয়ের ইমোজি। মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ছবির গল্প। ছবিতে এই জগতে নিজেদের লড়াই তারা কীভাবে তারা চালিয়ে যাচ্ছেন তা ফুটে উঠবে। ছবিতে আলিয়া ছাড়া আরো অভিনয় করছেন শেফালি ছায়া, বিজয় ভার্মা, রোশন ম্যথু। চলতি বছর মার্চে ‘ডার্লিংস’ দিয়ে আলিয়া তার প্রোডাকশন ডেবিউর কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন
আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি

আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি

এদিকে, সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শ্যুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার শাহরুখ খানের হোম প্রোডাকশনের সহ প্রযোজনায় ছবি ‘ডার্লিংস’এর জন্য প্রস্ততি নিচ্ছেন আলিয়া।

সারাবাংলা/এএসজি

আলিয়া ভাট বলিউড ইন্ডাস্ট্রি শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর