Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাল হো না হো’-এর ছোট শিব এখন…

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২১ ২৩:৪১

বলিউডপ্রেমীদের কাছে ‘কাল হো না হো’ অন্যতম সেরা রোমান্টিক ছবি। এখনও তারা শাহরুখ, প্রীতি জিনটা ও সাইফ আলি খানের প্রিভুজ প্রেমের ছবিটির কথা মনে রেখেছেন। সে ছবি যারা দেখেছেন তাদের নিশ্চয় মনে আছে এক কিশোর অভিনেতার কথা। যে কিনা প্রীতির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলো। ছবিতে নাম ছিলো শিব। সে এখন কী করছে জানেন?

শিবের প্রকৃত নাম অতিথ নায়েক। বলিউডের অনেক শিশুশিল্পী পরিবর্তীতে নায়ক হলেও তিনি সে পথে হাঁটেননি। আবার অন্যদের মতো বলিউড ছেড়ে অন্য পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেননি। তাহলে তিনি করেছেনটা কী?

বিজ্ঞাপন

অতিথ নায়েক চলচ্চিত্রেই তার ক্যারিয়ার গড়েছেন। তবে তা অভিনেতা হিসেবে নয়। তিনি এখন একজন সিনেমাটোগ্রাফার।

২০১৭ সালে একটি সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কারণ জানিয়েছিলেন। তার কথায়, ‘‘বড় হতে হতে টের পেতে থাকলাম, অভিনয় জগতে অসংখ্য প্রতিভা রয়েছে। কিন্তু গল্প বলার মানুষের সংখ্যা কম। তার পর থেকেই ক্যামেরার পিছনে সময় কাটাই। সিনেমাটোগ্রাফারদের সঙ্গে কাজ শিখতে থাকি।’’

তার ইনস্টাগ্রামেই সেটের ছবি পাওয়া যায়। একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ছবিতে ক্যামেরার দায়িত্ব নিয়েছেন অতিথ। এ ছাড়া তার বানানো ৩টি ছবি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

সারাবাংলা/এজেডএস

কাল হো না হো শাহরুখ খান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর