Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছর পর কুসুম সিকদার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২১ ২৩:০৬

লাক্স তারকা কুসুম সিকদার অনেক বছর ধরে অভিনয়ে অনিয়মিত। সবশেষ তাকে দেখা গিয়েছিলেন টেলিভিশন নাটকে ২০১৮। এর মাঝে তাকে আর কোনো কাজে দেখা যায়নি। তবে তিন বছরের বিরতি ভেঙ্গে তিনি আসছেন ‘মরীচিকা’ নিয়ে।

‘মরীচিকা’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর মডেল হয়েছেন কুসুম সিকদার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কাজী সাকিব। গানটি লিখেছেন কুসুম সিকদার নিজে। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ সানি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান।

বিজ্ঞাপন

কুসুম সিকদার বলেন, আমি পেশাদার সঙ্গীতশিল্পী না। কিন্তু এর প্রতি আমার ভালো লাগা ভালোবাসা রয়েছে। বেশ লম্বা একটা সময় পর সেই চেনা জগতে ফিরলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অতীতের স্মৃতিগুলো মনে পড়ছিল। একসঙ্গে গান ও মডেল হতে গিয়ে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। লাইট, ক্যামেরা, অ্যাকশন সেই পুরোনো আমেজ, বেশ লাগছিল। মরীচিকা মেলো রক ধরনের গানটি শ্রোতা ও ভক্তদের ভালো লাগবে।’

২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একটি গানে কণ্ঠ দেন কুসুম সিকদার। সেই গানের ভিডিও প্রকাশ হলে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এরপর ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের একটি দ্বৈত গানে সঙ্গে কণ্ঠ দিয়েছেন কুসুম সিকদার। গানটির মিউজিক ভিডিওতেও উপস্থিত ছিলেন তিনি।

প্রসঙ্গত, নজরুল অ্যাকাডেমিতে নজরুলসংগীত ও উচ্চাঙ্গসংগীতে তালিম নেয়া কুসুম সিকদার নজরুল অ্যাকাডেমিতে কোর্স শেষ করেও ওস্তাদ ফুল মোহাম্মদ ও ওস্তাদ মোরশেদের কাছে তালিম নিয়েছেন। লাক্স-চ্যানেল আই চ্যাম্পিয়ন হওয়ার পর গানে আর নিয়মিত তাকে পাওয়া যায়নি। অভিনয়ই তখন তার পেশা হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

কুসুম সিকদারের প্রথম গানের একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ ১৯৯৯ সালে বাজারে আসে। পরে ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে মিক্সড অ্যালবাম ‘অদল বদল’ বাজারে আসে।

সারাবাংলা/এজেডএস

কুসুম সিকদার মরীচিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর