Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভিতে চন্দন সিনহার একক সঙ্গীতানুষ্ঠান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২১ ১২:৪৩

কণ্ঠশিল্পী চন্দন সিনহাকে পর্দায় খুব একটা দেখা যায় না বললেই চলে। ব্যতিক্রমী কিছু আয়োজনে মাঝে মাঝে ছোটপর্দায় হাজির হন এই শিল্পী। এবারে বাংলাদেশ টেলিভিশনে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা।

বিটিভির বিশেষ একক সংগীতানুষ্ঠান ‘আমার যত গান’ অনুষ্ঠানের গান পরিবেশন করবেন এই শিল্পী। আগামীকাল সোমবার (২৮ জুন) রাত ১০ টার  ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের এই পর্বে শিল্পী চন্দন সিনহা গেয়ে শোনাবেন নিজের গাওয়া ছায়াছবির ৪টি গানসহ মোট  ৮টি মৌলিক গান। গানগুলো হলো-তোমাকে চাই এ বসন্তে, যদি ফুলের মত জীবন ঝরে যায়, তোমাকে যে কথা আমি বলতে চাই, তুমি বিশ্বাস কর না কর, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, ঠিকানাবিহীন তোমাকে খুঁজব কোথায়, তুমি আমি চলো না এবং আমি নিঃস্ব হয়ে যাব।

‘আমার যত গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

সারাবাংলা/এজেডএস

আমার যত গান চন্দন সিনহা