Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না পাওয়ার গল্প প্রথম ছোঁয়ায়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জুন ২০২১ ১৪:৩৪ | আপডেট: ২৫ জুন ২০২১ ১৮:২৭

মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’। ছবির নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় প্রকাশিত পোস্টারটিকে মানিক বলছেন, ‘প্রথম ছোঁয়া’।

সাদা শুভ্র জমিনের উপর কালোর ছায়া। এর মাঝেই ছবির প্রধান চার চরিত্র মাহিয়া মাহি, নবাগত আদর আজাদ চৌধুরী, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রের ছবি। তাদের প্রত্যেকের চেহারায় বেদনার ছাপ। হয়তো তারা বলতে চাইছেন, এমন তো হওয়ার কথা ছিল না!

বিজ্ঞাপন

নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

‘যাও পাখি বলো তারে’ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। পরিচালক মানিক বলেন, ‘সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবির গল্প। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না। তাছাড়া আমিও কখনো এমন ছবি তৈরি করিনি। এটি চ্যালেঞ্জ বলতে পারেন।’

ছবির শুটিং হয়েছে বগুড়ায়। প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তমালিকা আকরাম।

সারাবাংলা/এজেডএস

আদর আজাদ চৌধুরী মাহিয়া মাহি যাও পাখি বলো তারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর