Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে মাহির ‘এইডা কপাল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ জুন ২০২১ ১৪:২১ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৯

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি একটি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন বছর পাঁচেক আগে। শেষ পর্যন্ত তিনি ছবি প্রযোজনার সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। তবে প্রযোজক হিসেবে তার আত্মপ্রকাশ হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘এইডা কপাল’ দিয়ে।

‘এইডা কপাল’ নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে মাহি প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন ইমন, শাহেদ আলী, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমা প্রমুখ।

বিজ্ঞাপন

পুরো ছবিটি এক রাতে শুটিং করা। গল্পও পুরো রাতের। গল্প নিয়ে মাহি বলেন, ‘ছবির গল্প সাজানো হয়েছে একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমরা যখন এর শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই তখন টানা বৃষ্টি। কিন্তু কয়েকদিন পর যখন শুটিং শুরু করি, তখন আবার বৃষ্টি উধাও।’

প্রযোজনা করা প্রসঙ্গে তার ভাষ্য, ‘প্রযোজনার বিষয়টি বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হাঠৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’

‘এইডা কপাল’ দেখা যাবে শুক্রবার (২৫ জুন) রাত থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

সারাবাংলা/এজেডএস

এইডা কপাল মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর