Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের নামেই ইউটিউব চ্যানেল খুললেন সাইমন সাদিক


২২ জুন ২০২১ ২১:২৭

চলতি প্রজন্মের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। এরইমধ্যে তিনি নায়ক হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শাপলা মিডিয়ার নতুন পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছিলেন তিনি। তবে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে আটকে যায় সেগুলোর কাজ। এর বাইরেও তার আরো কমপক্ষে পাঁচটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এই মুহুর্তে সিনেমার ব্যস্ততা না থাকলেও এই নায়ক নিজেকে ব্যস্ত রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনোরঞ্জনে। এবার ভক্তদের সঙ্গে নিজের যোগাযোগ আরও বাড়াতে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সাইমন। নাম দিয়েছেন- সাইমন সাদিক অফিসিয়াল (Symon Sadik Official)।

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেল খোলার খবরটি মঙ্গলবার (২২ জুন) ফেসবুকে জানিয়েছেন সাইমন নিজেই। ইউটিউবের লিংক শেয়ার করে লিখেছেন, ‘আমার একমাত্র YouTube চ্যানেল। Subscribe করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি’। । লিংকে ঢুকে দেখা গেল সেখানে মাত্র একটি বিজ্ঞাপনের ভিডিও। আর এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেখানে সাবস্ক্রাইবার মাত্র ১২৫টি।

নিজের ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে গণমাধ্যমে সাইমন সাদিক জানান, ‘অনেক দিন ধরেই ভাবছি, ইউটিউব চ্যানেল খুলব। অনেক আর্টিস্টেরই ইউটিউব চ্যানেল রয়েছে। তো চ্যানেল করব করব ভাবলেও করা হয়ে ওঠেনি এত দিন। এবার হঠাৎ করেই চ্যানেল খুলে ফেললাম। বিশেষ কোনো কারণ নেই। আর চ্যানেল খোলার পর সবাইকে জানিয়েছি কয়েক মিনিট আগে। এর মধ্যেই শতাধিক সাবস্ক্রাইবার পেয়ে গেছি। কাউকে জানানোর আগেই সাবস্ক্রাইবার বাড়ার বিষয়টা দেখে ভালো লাগছে।’

ঢালিউডের প্রথম সারির নায়কদের একজন সাইমন সাদিক। ২০১২ সালে ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। ২০১৮ সালে ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নায়ক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

ইউটিউব চ্যানেল ঢালিউড অভিনেতা সাইমন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর