Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কঠিন সময়ের জন্য’ বাবার কাছে ক্ষমা চাইলেন রিয়া


২১ জুন ২০২১ ২১:০২

২৮দিন বাইকুল্লা জেলে থাকার পর বর্তমানে বম্বে হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তকাণ্ডের পর পুরোপুরি গৃহবন্দী থেকে অবশেষে একটু একটু করে বাইরে বের হচ্ছেন রিয়া। এরমধ্যে নিজেকে তৈরি করছেন আবার অভিনয় জগতে ফেরার জন্য। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত মামলায় নাম জড়ানোর পর গত একবছর ধরে বলিউড থেকে দূরে ছিলেন রিয়া। পাশাপাশি দীর্ঘসময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর, আন্তর্জাতিক নারী দিবসে কামব্যাক করেন অভিনেত্রী। এবার বাবা দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের বাবাকে নিয়ে পোস্ট দিলেন রিয়া।

বিজ্ঞাপন

জুনের দ্বিতীয় রবিবার দেশজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পিতৃদিবস। এদিন বাবাকে শুভেচ্ছা জানিয়ে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবিতে খুদে রিয়াকে তার বাবার কোলে দেখা গেছে। গালে এবং কপালে তার রঙ মাখা। ছবি পোস্ট করে ক্যাপশনে রিয়া লেখেন, ‘শুভ পিতৃদিবস পাপা। তুমি আমার অনুপ্রেরণা। তোমাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবু তোমার ছোট্ট মেয়ে হয়ে আমি গর্বিত। আমার পাপা সব থেকে শক্তিশালী। ভালবাসি তোমায়। তোমার মিষ্টি।’ নিজেকে ফৌজির বেটি অর্থাৎ সেনা সদস্যের মেয়ে বলে উল্লেখ করেছেন নায়িকা। উল্লেখ্য, রিয়ার বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ইন্দ্রজিৎ চক্রবর্তী।

বিজ্ঞাপন
বাবাকে নিয়ে রিয়ার পোস্ট

বাবাকে নিয়ে রিয়ার পোস্ট

অভিনেত্রী রিয়ার কাছে গতবছরের সময়টা ছিল ভয়ঙ্কর। একাধিক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে থাকার কারনেই সুশান্তের পরিবার রিয়ার নামে এফআইআর দায়ের করেন। তার নামে অভিযোগ আনা হয়, তিনি সুশান্তকে মাদকাসক্ত করে তুলে ছিলেন সম্পত্তি হাতানোর জন্য। এবং সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে রিয়ার বিরুদ্ধে। ‘সিবিআই’-এর জেরার মুখোমুখি হয়ে প্রায় ২৮ দিন জেলও খেটে ছিলেন এই অভিনেত্রী। সুশান্ত সিংয়ের মৃত্যুতে মাদকচক্র জরিত হওয়ার এনসিবি কাছে চলে গিয়েছে তদন্তের দায় ভার। একাধিকবার এনসিবির জেরার সম্মুখীনও হয়েছেন তিনি।

এদিকে, অমিতাভ-ইমরান অভিনীত ‘চেহরে’ ছবির সঙ্গে বলিউডে কামব্যাক করার কথা রিয়ার। কিন্তু করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গিয়েছে এই ছবির। যদিও ‘চেহরে’র পোস্টার ও টিজারে জায়গা হয়নি রিয়ার। তবে ছবির ট্রেলারে কয়েক ঝলক দেখা গিয়েছে অভিযুক্ত নায়িকাকে।

রিয়া চক্রবর্তী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর