‘ধৈর্যের বাঁধ ভেঙেছে’, কাঞ্চনের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর
২০ জুন ২০২১ ১৯:৪৪ | আপডেট: ২০ জুন ২০২১ ১৯:৫২
একের পর এক দাম্পত্য ফাটল আর কলহের খবরে গত দু-দিন ধরে সরগরম টলিউড ইন্ডাস্ট্রি। নুসরাত, শ্রাবন্তীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে যখন চলছে তুমুল চর্চা, তারই মাঝে সম্প্রতি যুক্ত হলো টলিউড অভিনেতা ও সদ্য তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের টালমাটাল দাম্পত্য সম্পর্কের খবর।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী। এবার ঘরের গন্ডি আর পেজ থ্রি-র পাতা ছাপিয়ে সেই ঝামেলা গিয়ে পৌঁছাল পুলিশের কাছে। শনিবার রাতে কাঞ্চন মল্লিকের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনের পাশাপাশি তার চর্চিত প্রেমিকা, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের নামেও অভিযোগ করেছেন পিঙ্কি।
কাঞ্চনের স্ত্রী পিঙ্কির অভিযোগ, তাকে মানসিকভাবে নির্যাতন করছেন কাঞ্চন। মত্ত অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনকি বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন পিঙ্কিকে গাড়ি থেকে টেনে নামিয়ে হেনস্থা পর্যন্ত করেছেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমে পিঙ্কি জানিয়েছেন, ‘আমি বাধ্য হলাম থানায় অভিযোগ জানাতে। আমাকে ট্রমাটাইজড করা হচ্ছে।’ পিঙ্কি জানান, শনিবার পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতে চড়াও হন কাঞ্চন। সেই সময় বাড়িতে ছিলেন না পিঙ্কি। গোটা পরিস্থিতি থেকে তাদের আট বছরের ছেলে চিৎকার করে কান্না জুড়ে দিয়েছিল, যা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন পিঙ্কি।
পিঙ্কির আরও অভিযোগ, সংবাদমাধ্যমে কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে লেখালেখি হতেই নাকি দুজনে মিলে হেনস্থা করছেন পিঙ্কিকে। কেন সংবাদমাধ্যমের কাছে নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুললেছেন পিঙ্কি, তা নিয়েই কাঞ্চন জবাবদিহিতা চান।
প্রসঙ্গত, এতদিন বিভিন্ন জায়গায় কিছুটা গা বাঁচিয়েই নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে মন্তব্য করতেন পিঙ্কি। দীর্ঘদিনের দাম্পত্য দুজনের, কাঞ্চন-পিঙ্কির পুত্র সন্তানও রয়েছে। কিন্তু অবশেষে গোটা বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। ব্যস্ত বিধায়ক কাঞ্চন মল্লিকের নাকি নিজের ছেলের খোঁজখবর নেওয়ার সময়টুকু নেই বলে জানান পিঙ্কি। তার কথায়, ‘ছেলের ইস্কুলের মাইনে কাঞ্চন মল্লিক দিলেও তার সঙ্গে ফোনে কথা বলার সময় নেই অভিনেতার।’ তিনি পরিষ্কার জানিয়েছেন, আট-নয় বছর ধরে স্বামীকে নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি, তবে এবার ‘ধৈর্যের বাঁধ ভেঙেছে’।
উল্লেখ্য, এ বছর অনুষ্ঠিত পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে শাষকদল তৃণমূলের প্রার্থি হিসেবে সদ্যই বিধায়ক নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। তার প্রচারেও শামিল হয়েছিলেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজ, যিনি জি-বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের রাধারাণি নামেও পরিচিত।