নিজের ‘অভিনেতা’ পরিচয় মুছে দিলেন কার্তিক
১৯ জুন ২০২১ ১৮:৪২ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৮:৪৩
বেশ কিছুদিন ধরে কর্মজীবন নিয়ে সংবাদের শিরোনামে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। প্রথমে করণ জোহরের ‘দোস্তানা টু’ থেকে, এরপর শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর আসন্ন ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ দেওয়া হয় কার্তিককে। যদিও বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, আরো বেশ কিছু প্রোজেক্ট থেকে বাদ যেতে পারেন কার্তিক। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে একটি ছবিতে জুটি বেঁধেছিলেন কার্তিক। গ্যাংস্টারদের নিয়ে ছবি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে সেই ছবিতে তিনি থাকছেন না।
বলিউডে একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বদলে ফেলতে দেখা গেল এই অভিনেতাকে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের নিচে ‘অভিনেতা’ সরিয়ে ‘বি-টেক’ বলে উল্লেখ করেছেন কার্তিক।
বলিউডে আসার আগে বায়োটেকনোলজি নিয়ে নভি মুম্বাইয়ের ডি. ওয়াই. পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক পাশ করেছিলেন কার্তিক। তারপর মডেলিং শুরু করেছিলেন। কাস্টিং ডিরেক্টর রাহুল গুরমীত সিংয়ের মাধ্যমে পরিচালক-প্রযোজক লাভ রঞ্জনের নজরে পড়েছিলেন কার্তিক। ২০১১ সালে লাভ রঞ্জন পরিচালিত ‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা শুরু করেন। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। বলিউডের বড় প্রযোজক-পরিচালকদের নজরেও পড়েন কার্তিক। কিন্তু তাল কাটে করণ জোহরের ‘দোস্তানা ২’ ছবি থেকে বাদ পড়ার পর।
কিছুদিন আগে আচমকাই করণের ছবি থেকে কার্তিককে বাদ দেওয়া হয়। শোনা যায়, পারিশ্রমিক নিয়ে মনোমালিন্যের জেরেই কার্তিককে বাদ দেওয়া হয়েছে। এরপরই আবার শাহরুখ খানের রেড চিলিজের একটি প্রজেক্ট থেকেও বাদ পড়েন কার্তিক। এই ঘটনার পর অনেকেই নেপোটিজমের অভিযোগ করেছিলেন। সেই ঘটনার পরই কার্তিকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ‘বিটেক’ লেখার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। প্রসঙ্গত, এর আগে কার্তিকের প্রোফাইলে ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘সোনু কি টিট্টু কি সুইটি’সহ একাধিক ছবির নাম উল্লেখ ছিল। আচমকা কেন সেগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে দিলেন অভিনেতা। ধন্দে অনুরাগীরা। এবার কার্তিক আরিয়ানের অবস্থা অন্তত সুশান্ত সিং রাজপুতের মতো হবে না, এমন ধরনের মন্তব্যে করেছেন কেউ। কেউ আবার এর জন্য করণ জোহরকে একহাত নিয়েছেন। কার্তিককে এভাবে বলিউডে ব্রাত্য করা উচিত নয়, এমন প্রত্যাশা অনুরাগীদের।