Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুণী সংস্কৃতিসেবীদের স্মরণে ছায়ানট


১৯ জুন ২০২১ ১৪:২৩ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৪:২৪

অতিমারির একটি দুঃসময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। গত এক বছরের অধিককালে আমরা হারিয়েছি অনেক আপনজন, শিল্পী, সুহৃদ্‌কে। ছায়ানটের দীর্ঘ পথ চলায় নানা সময়ে যুক্ত হয়েছেন অনেক গুণী মানুষ। তাদের আন্তরিকতাধন্য হয়ে এগিয়ে চলেছে ছায়ানট। অতিমারির সঙ্কটকালে ছায়ানট হারিয়েছে তেমন ক’জন গুণী সংস্কৃতিসেবীকে। সেই গুণীজনদের স্মরণ করবার উদ্যোগ নিয়েছে ছায়ানট।

কামাল লোহানী, শামসুজ্জামান খান, বশিরুল হক, আলী যাকের, জিয়াউদ্দিন তারিক আলী ও গালিব আহসান খানের প্রতি ছায়ানটের শ্রদ্ধা নিবেদন ‘স্মরণ’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ফেইসবুক গ্রুপ (facebook.com/groups/chhayanaut) ও ইউটিউব চ্যানেল (youtube.com/ChhayanautDigitalPlatform)- লিংকে।

ছায়ানট ছায়ানটের ‘স্মরণ’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর