Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিলেটিয়া রঙিলা দামান’ হয়ে আসলেন আশরাফুল পাভেল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জুন ২০২১ ১৫:৩০

২০২০ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় কানাডা প্রবাসী শিল্পী আশরাফুল পাভেলের তিনটি গান—‘দূরে যাইও না’, ‘যাইমু লং ড্রাইভো’ এবং ‘এত লজ্জা কেনো’। আধুনিক গানে সিলেটের ভাষা আর কণ্ঠে সিলেটের টান সব মিলে গানগুলো শ্রোতাদের কাছে আলাদা ভালো লাগার এক জায়গা তৈরি করে। পাশাপাশি গানের ভিডিওতে দেশের বাইরের লোকেশন, বিদেশী মডেল এবং দৃষ্টিনন্দন নির্মাণ ছিলো তার আলোচনায় আসার অন্যতম কারণ।

বিজ্ঞাপন

এবার এই শিল্পী শ্রোতাদের উপহার দিলেন নতুন গান ‘সিলেটিয়া রঙিলা দামান’। এটি প্রচলিত একটি গান। এই গানের সাথে সিলেটের ভাষায় আরও কিছু কথা যুক্ত করেছেন পল্লব ভাই। গানটিতে তার সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন বিথি চৌধুরী। সংগীতায়োজনে ছিলেন আশরাফুল পাভেল নিজেই। গত ১৪ জুন গানটি প্রকাশ পেয়েছে ‘আশরাফুল পাভেল’ ইউটিউব চ্যানেলে।

কানাডার মনোরম লোকেশনে চিত্রায়ন করে ভারতীয় নির্মাতা ও মডেল শাইল শর্মা গানটির ভিডিও নির্মাণ করেছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তার সাথে আছেন আরেক  ভারতীয় মডেল ভি পাবলা।  আছে আশরাফুল পাভেলের উপস্থিতিও।

নতুন গানটি নিয়ে পাভেল জানালেন, ‘গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা করে এই গানটি তৈরি করার চেষ্টা করেছি। এ গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশন মুগ্ধ হয়েছেন দর্শক। ভালো সাড়া পাচ্ছি। অনেকেই সাধুবাদ জানাচ্ছে।’

সারাবাংলা/এজেডএস

আশরাফুল পাভেল সিলেটিয়া রঙিলা দামান

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর