Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়ংকর সে অভিজ্ঞতা বর্ণনা করলেন পরীমনি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুন ২০২১ ০১:২৩ | আপডেট: ১৪ জুন ২০২১ ১০:৪৬

জনপ্রিয় নায়িকা পরীমনি রবিবার (১৩ জুন) সন্ধ্যায় জানিয়েছিলেন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। তিনি পুরো ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এরপরই তার সঙ্গে দেশের সকল গণমাধ্যম যোগাযোগ শুরু করলে তিনি রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি ভয়ংকর সে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এসময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

পরীমনি জানান, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি গত ১০ জুনে রাতের। ওইদিন তিনি, তার পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট জিমি রাতে ঘুরতে বের হন। তখন অমি তাদেরকে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে যান। সেখানে অমি তার সঙ্গে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজ্ঞাপন

যাদের সঙ্গে পরিচয় করানো হয়েছিল তারা সবাই মদ্যপানরত ছিল। তাদের মধ্যে একজন ছিলেন নাসির উদ্দিন মাহমুদ। তিনি পরীর মুখে জোর করে পানীয়ের গ্লাস চেপে ধরেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরী আরও অভিযোগ করেন, নাসির উদ্দিন তার গায়ে হাত তুলেছেন। ওই ব্যক্তি নিজেকে পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বন্ধু পরিচয় দিয়েছেন বলেও পরী জানান।

তিনি আরও জানান, এ ঘটনার পর বনানী থানায় গেলেও অভিযোগ রাখা হয়নি।

সারাবাংলা/এজেডএস

টপ নিউজ পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর