ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন পরীমণি
১৩ জুন ২০২১ ২১:২৫ | আপডেট: ১৪ জুন ২০২১ ০০:৫৮
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি। রোববার (১৩ জুন) সন্ধ্যা ৮ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে দেওয়া তার ফেসবুক পোস্টটি সারাবাংলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল—
‘আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।
তিনি পুলিশপ্রধানসহ কারো কাছে এর বিচার চেয়ে পাননি জানিয়ে বলেন, এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি
স্যার! আমি কাউকে পাইনা মা।
যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!
তিনি আরও লিখেন, আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!’
পরী সবশেষ লেখেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই।’
তবে এ স্ট্যাটাস অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে রবিবার সন্ধ্যা থেকে পরীকে ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
পরীমণি সবশেষ অভিনয় করেন চয়নিকা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘অন্তরালে’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তারিক আনাম খান। চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি পরীর বাসায় যাচ্ছি এখন। গিয়ে জেনে জানাবো সব। সে গত ৩০ জুন সবশেষ আমার শুটিং করেছে।’
এদিকে প্রিয় অভিনেত্রীর এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তার ভক্তরা কমেন্ট সেকশনে সমবেদনা জানানোর পাশাপাশি উৎকণ্ঠাও জানাচ্ছেন। তবে অনেকেই এটি নতুন কোন ছবির প্রচারের স্বার্থে দেওয়া পোস্ট কি-না তা নিয়েও মন্তব্য করেছেন।
সারাবাংলা/এজেডএস/আরএফ/