Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০তম পর্বে ‘মা-বাবাই সেরা’


১২ জুন ২০২১ ১৬:০২

দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় গেম শো ‘মা – বাবা’ই সেরা’-এর ১০০তম পর্ব প্রচারিত হতে চলেছে ১৩ জুন (রোববার)। পারিবারিক এই গেম শো-টি শিশুরা তাদের পরিবার নিয়ে খুব উপভোগ করে।

এই অনুষ্ঠানে একজন অথবা দুইজন শিশু তার মা-বাবাকে নিয়ে অংশগ্রহণ করে বিভিন্ন মজার খেলা ও প্রশ্নোত্তর পর্বে। প্রতিযোগীতামূলক বিভিন্ন গেমের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে যাবে। যেখানে পরাজিত হবেন না আসলে কেউ, অর্থাৎ মা-বাবা দুজনই হবেন সেরা। এখানে প্রচারিত খেলাগুলোর মাধ্যমে মা-বাবা নিজেদের সন্তান সম্পর্কে আরও জানতে আগ্রহী হবেন। সেইসাথে পারিবারিক সম্প্রীতিও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

১৩ জুন (রোববার) অনুষ্ঠানটির ১০০ তম পর্বে অংশ নিয়েছেন লতা সমাদ্দার ও তার পরিবার। পারিবারিক এই গেম শো পরিচালনা করেছেন তোফায়েল সরকার ও উপস্থাপনা করেছেন আফরিন অথৈ। প্রচারিত হয় রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ১১টায় ও বিকেল ৫টা ৩০ মিনিটে।

দুরন্ত টেলিভিশন মা-বাবাই সেরা