Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের গান ‘মন আমার বাংলা গান গায়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জুন ২০২১ ১৯:৪৪ | আপডেট: ১০ জুন ২০২১ ২০:৩৯

প্রথমবারের মতো দেশ মাতৃকা নিয়ে গান বাঁধলেন মুরাদ নূর। গাইলেন সোহেল পারভেজ শামসী। জসিম উদ্দিনের কথামালায় ‘মন আমার বাংলা গান গায়’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

গানটি নিয়ে মুরাদ নূর বলেন, ‘অন্য বিষয়ে গান বাঁধার চেয়ে দেশের গান সৃষ্টিতে আমার গর্ব হয়। দেশ-মা-জীবন এসব শব্দ আমার কাছে প্রেমের নিদর্শন। অডিও, চলচ্চিত্রে অনেক গান বাঁধলেও দেশের গান কখনও করা হয়নি। বন্ধু জসিম উদ্দিনের পাগলামিতে হয়ে গেল।’

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী পারভেজ শামসী বলেন, ‘আমি ‘ৎ’ নামক একটি লোকজ ব্যান্ডের সঙ্গে জড়িত। নিজেরাই নিজেদের সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকি। মূলত লোকজ গান খোঁজা, গবেষণা, কম্পোজিশনই আমরা করছি। বাইরে গান গাওয়া তেমন একটা হয় না। মুরাদ নূরের সঙ্গে কাজের মানসিক একটি মিল আছে। দুজনেই রুচিশীলতা পছন্দ করি। সব মিলিয়ে গানটা হয়ে গেলো। বাকিটা শ্রোতারা বলবেন।’

‘মন আমার বাংলা গান গায়’ গানটি শিগগিরই বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেডএস

মন আমার বাংলা গান গায় মুরাদ নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর