Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরণসাগর পারে, তোমরা অমর … ‘তোমাদের স্মরি’


১০ জুন ২০২১ ১৭:৪৮

অতিমারির একটি দুঃসময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। গত এক বছরের অধিককালে আমরা হারিয়েছি অনেক আপনজন, শিল্পী, সুহৃদ্‌কে। ছায়ানটের যাত্রাপথের সাথী, সঙ্গীতে নিবেদিতপ্রাণ সেসব বরেণ্য শিল্পী ও শিক্ষকদের স্মরণ করছে ছায়ানট।

আজাদ রহমান, জোসেফ কমল রড্রিক্স, ফ্লোরা আহমেদ, নীলোৎপল সাধ্য, সঞ্জীব দে ও সুমন নরম্যান কাম্পুর প্রতি ছায়ানটের শ্রদ্ধা নিবেদন, মরণসাগর পারে, তোমরা অমর … ‘তোমাদের স্মরি’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ফেইসবুক গ্রুপ (facebook.com/groups/chhayanaut) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/ChhayanautDigitalPlatform)।

ছায়ানট তোমাদের স্মরি