Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার ওপরে ভালোবাসা সত্য


১০ জুন ২০২১ ১৫:০৬

শৈলী এক ছটফটে তরুনী। সে তার বান্ধবী মিলাকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিল। যেদিন তারা হোটেল থেকে চেক আউট করবে সেদিন সজল এসে চেকইন করে। সজলের তাড়াহুড়োর কারণে হোটেল কতৃপক্ষ যথেষ্ট সময় না পেয়েই ঐ একই রুম সজলকে বুঝিয়ে দেয়।

সজল এখানে এসেছে একটা অফিস মিটিংএ। সে দ্রুত চেন্জ হয়ে মিটিংএর প্রস্তুতি নিতে যায়। এসময় আবার ডোর বেল বেজে ওঠে। দেখে, শৈলী ও মিলা দাড়িয়ে। তারা বলে, শৈলীর একটা আংটি রুমে ফেলে গেছে। ওটা নিতে এসেছে। কিন্তু সজল বলে, সে কিছু পায় নি। তারা রুম খুজে কিছু পায় না। কিন্তু শৈলীর এক কথা- আংটি রুমেই ফেলে গেছিল। সজল রেগে বলে, তাকে চোর বলা হচ্ছে? এই নিয়ে দুজনের মধ্যে বেধে যায় ঝগড়া। শৈলীর বিয়ে ঠিক হয়েছে। এটা তার এনগেজমেন্ট রিং। তাই আংটি হারিয়ে সে দিশেহারা হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এমনই গল্পে নির্মিত হলো বিশেষ নাটক ‘সবার ওপরে ভালোবাসা সত্য’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। অভিনয়ে- সজল, প্রভা ও আরো অনেকে। প্রচারিত হবে শুক্রবার (১১ জুন) রাত ৮টায় আরটিভিতে।

আরটিভি প্রভা বিশেষ নাটক শফিকুর রহমান শান্তনু সজল সবার ওপরে ভালোবাসা সত্য সরদার রোকন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর