Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্তর্জাল’-এ চুক্তিবদ্ধ সিয়াম, দেখা যাবে প্রোগ্রামার রূপে

আহমেদ জামান শিমুল
১০ জুন ২০২১ ০১:১৫

সাইবার দুনিয়ার যুদ্ধ ও হ্যাকাথন নিয়ে দীপংকর দীপন নির্মাণ করতে যাচ্ছেন ‘অন্তর্জাল’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ—এ খবর সারাবাংলা তার পাঠকদের জানিয়েছে আগেই। তবে এতদিন এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এবার প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো সিয়ামের অভিনয় করার খবরটি। এতে সিয়ামকে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে দেখা যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের ‍উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।  গত ৭ জুন সন্ধ্যায় মোশন পিপল স্টুডিওসের অফিসে সিয়াম আহমেদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’-এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন এবং সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

‘অন্তর্জাল’-এর সিয়াম আহমেদ অভিনীত চরিত্রের নাম লুমিন। রাজশাহীর আইটি জিনিয়াস লুমিন চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই স্টার্টআপ বানিয়ে অন্যদের চাকরি দেয়ায় বিশ্বাস করে ।

পরিচালক দীপন জানালেন, লুমিন তথা সিয়ামের চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্বের। এই ছবির প্রতিটি চরিত্র বাস্তবের কোন না কোন চরিত্র অবলম্বনে তৈরি। সিয়াম ছাড়া ছবিটির অন্যান্য চরিত্রের শিল্পীদের নাম খুব শিগগিরই জানানো হবে।

ছবিটি নিয়ে আইসিটি ডিভিশনের সঙ্গে দীপংকর দীপনের যাত্রা ২০১৯ সাল থেকে। এর কাহিনি ও চিত্রনাট্য প্রসঙ্গে দীপন বলেন, ছবিটিতে আমরা খুব জটিল টেকনিক্যাল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা এবং সাইবার ব্যবহারে সচেতনতা বাড়ানোর জন্য খুব সাবধানে চিত্রনাট্য সাজিয়েছি। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে আমার সাথে আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ কাজ করছে। দিনের পর দিন যশোর শেখ হাসিনা সফ্টওয়ার টেকনোলিজি পার্কে থেকে আমরা চিত্রনাট্য লিখেছি।

দীপন জানালেন, ২৪ জুন থেকে  ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং আরম্ভ হতে যাচ্ছে। গল্পের প্রয়োজনে দেশের বাইরেও চলচ্চিত্রটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ করা হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে এখনই বলা যাচ্ছে না কোন দেশে শুটিং হবে।

বিজ্ঞাপন

আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা— এই মূল ভাবনা থেকে নির্মিত হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘আন্তর্জাল’। গত ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন।

আরও পড়ুনঃ ‘হ্যাকাথন’ নিয়ে হচ্ছে ‘অন্তর্জাল

সারাবাংলা/এজেডএস

অন্তর্জাল কম্পিউটার প্রোগ্রামার সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর