Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ খানের ভক্ত টম!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জুন ২০২১ ২১:১০

হলিউডের মার্বেল সিরিজের অভিনেতা টম হিডলস্টন নিজেকে বলিউড কিং শাহরুখ খানের ভক্ত হিসেবে দাবি করেছেন। তার অভিনীত চরিত্রের নাম অনুসারে ডিজনি প্লাসের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘লোকি’। যেটির মুক্তি উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্মটির টুইটার আইডিতে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে টম এ দাবি করেছেন।

সাক্ষাৎকারটি মূল ‘লোকি’ প্রমোশনের জন্য তৈরি করা হয়েছে। যেখানে টমকে ভারত সম্পর্ক মন্তব্য করতে বলা হয়। তখন তিনি উত্তরে বলেন, ‘শাহরুখ খান’। এরপর বলিউড সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি কি আবার শাহরুখ খান বলতে পারি?’

বিজ্ঞাপন

টম জানান, তিনি বলিউডের ছবি দেখতে ভালোবাসেন এবং এ ইন্ডাস্ট্রির ছবিতে অভিনয় করতে চান। বলিউডের শাহরুখকে তার অনেক ভালো লাগে। রীতিমত শাহরুখ ভক্ত বলা যায়! শাহরুখের ‘মাই নেইম ইজ খান’ ছবিটি তার অনেক পছন্দের।

সাক্ষাৎকারটি মূল ভারতীয় দর্শকদের টার্গেট করে বানানো হয়েছে। তাকে পরবর্তীতে ভারতের শহরগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। টম বলেন, ‘চেন্নাই। আমার বড় বোন আক্কা এখানে বাস করে। তার এখানে থাকতে অনেক ভালো লাগে। আমিও বেশ কয়েকবার গিয়ে থেকেছি। এক কথায় চেন্নাই অসাধারণ!’

টম হিডলস্টনকে প্রথমবার মার্বেল সিরিজের ছবি ‘অ্যাভেঞ্জারস’-এ দেখা গিয়েছিল ২০১২ সালে ‘লোকি’ নামক একটি চরিত্রে। তার অভিনীত চরিত্রটিকে ২০১৮ সালের ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়্যার’-এ মারা গেছে দেখানো হয়। যদিও ২০১৯ ‘অ্যাভেঞ্জারস এন্ড গেইম’-এ তাকে আবার দেখা গিয়েছিল। কারণ অ্যাভেঞ্জারসরা অতীত ভ্রমণে গিয়েছিল।

সারাবাংলা/এজেডএস

টম হিডলস্টন শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর