Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা মুক্তা এবার প্রধান চরিত্রে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ জুন ২০২১ ১৯:২১

মেঘলা মুক্তা দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন তেলেগু সিনেমায়। তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেও দেশের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। তবে তার দীর্ঘদিনের অপূর্ণ আশা এবার পূর্ণ হয়েছে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন।

মেঘলা মুক্তা বলেন, ‘এর আগে বাংলাদেশের অনেকগুলো ছবি অভিনয় করেছি। এমন না যে ছবিগুলোতে আমার চরিত্র গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ করেছি।

বিজ্ঞাপন

‘পায়ের ছাপ’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নারীকেন্দ্রিক গল্পের ছবিটির কাহিনি এগিয়েছে একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়ে। আর এই নারীর চরিত্রে দেখা যাবে মেঘলাকে।

মেঘলা দেশীয় চলচ্চিত্রে প্রথম দৃষ্টি কাড়েন শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ অভিনয় করে। এতে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তিনি ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেন। যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ সিনেমা হলে মুক্তি পায়।

সারাবাংলা/এজেডএস

পায়ের ছাপ মেঘলা মুক্তা সাইফুল ইসলাম মান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর