Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনসার্টে পাওয়া ৯০ লাখ টাকাই হাসপাতালে দিলেন অরিজিৎ


৭ জুন ২০২১ ১৮:১৪

বলিউড সংগীত জগতে সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের মনে জায়গা করে আছেন অরিজিৎ সিং। অনেকেই তাকে বর্তমান বলিউড সংগীতের বাদশা বলে মনে করেন। তার কণ্ঠ জয় করেছে শ্রোতাদের হৃদয়। এইমুহূর্তে অরিজিৎ-ই যে বলিউডের সবথেকে জনপ্রিয় গায়ক তা নিয়ে দ্বিধা নেই তার অতি বড় শত্রুর মনেও। এবার দাতার ভূমিকায় এই গায়ক। ভারতের গ্রামগঞ্জের হাসপাতালগুলির কথা মাথায় রেখে এগিয়ে এলেন গায়ক অরিজিৎ সিং। গ্রামের হাসপাতালগুলিতে চিকিৎসা সেবার উন্নয়নে নতুন উদ্যোগ নিলেন তিনি।

বিজ্ঞাপন

গিভ ইন্ডিয়ার সহযোগিতায় রোববার (৬ জুন) রাত ৮টায় ফেসবুক লাইভে একটি অনলাইন কনসার্ট করেন অরিজিৎ সিং। এই গায়ক আগেই জানিয়েছিলেন, কনসার্ট থেকে উঠে আসা সম্পূর্ণ অর্থের অনুদান করবেন গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের সাহায্যে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কেনা হবে। তাই সাধ্য মতো অর্থ দান করে অনুরাগীদের সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

গিভ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনযায়ী, অনলাইন কনসার্টের পর থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ভারতীয় মুদ্রায় ৭৭ লাখ ৬৮ হাজার ৪১ টাকা, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা উঠেছে। যার পুরোটাই ব্যয় করা হবে গ্রামের হাসপাতালগুলির উন্নয়নে। প্রায় ১৪ লাখ মানুষ অরিজিতের এই কনসার্ট ফেসবুকে লাইভ দেখেছেন এবং নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সপ্তাহ খানেক আগে প্রয়াত হয়েছেন অরিজিতের মা অদিতি সিং। করোনামুক্ত হয়ে যাওয়ার পরও ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় গায়কের মায়ের। এরপরই নিজের এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন অরিজিৎ। এর পরপরই আবার নতুন এই উদ্যোগ নিতে দেখা গেল গায়ককে।

অরিজিৎ সিং বলিউড গায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর