নুসরাতের মা হওয়ার গুঞ্জন!
৫ জুন ২০২১ ১৭:২৩ | আপডেট: ৫ জুন ২০২১ ১৯:৪৪
মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাকি মা হতে চলেছেন টলিউড নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার সকাল থেকেই সরগরম টলিপাড়া। এদিন সকালে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানানো হয় মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত জাহান। আর এই জল্পনা তৈরি হতেই বেজে চলছে নিখিল জৈনের মুঠোফোন। অথচ গোটা বিষয় নিয়ে বিন্দু বিসর্গ ধারণা নেই নিখিলের। বরং গোটা ঘটনায় বেশ খানিকটা বিরক্ত। গোটা ঘটনায় হতবাক তিনি, তার চেয়েও বেশি হতবাক এই নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি জানিও না নুসরাত মা হতে চলেছে। আমরা কেউ যোগাযোগ রাখি না। নুসরাত আর আমি গত ছয় মাস ধরে আলাদা থাকি।’
মা হওয়ার জল্পনা নিয়ে মুখ খোলেননি নুসরাত জাহান। তবে নিখিল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভাল থাক। আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি ভাল আছি।’
গত কয়েক মাস ধরেই পেজ থ্রি-র পাতায় মুখোরোচক খবরে বারবার উঠে এসেছে নুসরাতের স্বামী নিখিল জৈন-এর নাম। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বারেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে নিখিল জৈন। তিনি পেশায় বস্ত্র ব্যবসায়ী। নামী এক প্রতিষ্ঠানের সিইও, নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার। ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিলেন নুসরাত আর নিখিল। তাদের সম্পর্ক নিয়েও তো জল্পনা কম হয়নি। দু-বছর আগের ২৮ মে নিখিলের সঙ্গে প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন নুসরাত। তুরস্কের সাজানো শহরে রাজকীয় সেই বিয়ে উঠে এসেছিল সংবাদ শিরোনামে। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসাও যেন গায়েব। নিখিলকে সরিয়ে দিয়ে নতুন প্রেমলীলায় মজে উঠলেন নুসরাত জাহান। টলিউড অভিনেতা যশের সঙ্গে নুসরাতের সম্পর্কটা এখন অনেকটা খোলামেলাই বলা যায়। চলতি সপ্তাহের শুরুতেই যশকে নিজের প্রেমিক হিসাবে স্বীকৃতিও দিয়ে দিয়েছেন নুসরাত। হামেশাই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই টলিউড নায়িকা ও তৃনমূলের সাংসদ নুসরাতের সঙ্গে যশের প্রেমের চর্চা নিয়ে চলছে তুমুল শোরগোল। স্বামী নিখিলের সঙ্গে নুসরাতের ঘরভাঙার জন্যও ঘুরে ফিরে এসেছে যশ-এর ঘনিষ্ঠতার গুঞ্জন। সেই নিয়ে সরাসরি মুখ খোলেননি নিখিল বা নুসরাত। তবে নুসরাতকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন নিখিল।