Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলার ‘বিয়িং ওম্যান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২১ ১৫:৪৬

একসময় বছরের দুই মিথিলাকে দেখা যেতো একাধিক নাটকে। কিন্তু চাকরিসহ অন্যান্য ব্যস্ততায় বর্তমানে নাটকে কম সময় দেওয়া হচ্ছে তার। তবে গেল রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয় তার অভিনীত চারটি নাটক ও একটি স্বল্পদৈর্ঘ্য। আসছে ঈদেও তাকে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে।

এর মধ্যে একটি হলো হাসান রেজাউল পরিচালিত নাটক ‘বিয়িং ওম্যান’। এটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। এতে তাকে একজন কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন

উত্তরার একটি লোকেশনে গত সপ্তাহে নাটকটির শুটিং হয়েছে। এটি প্রচারিত হবে আরটিভিতে।

নাটকটি নিয়ে পরিচালক রেজাউল বলেন, ‘এই নাটকের গল্পটা ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই তুলে ধরা হবে এখানে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।’

সারাবাংলা/এজেডএস

বিয়িং ওম্যান মিথিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর