Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশিতার স্বল্পদৈর্ঘ্য ‘নট আউট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ জুন ২০২১ ১০:০৪

নন্দিত অভিনেত্রী ঈশিতা এমনিতেই অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে এক-দুটি নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করেন। সবশেষ গত বছর অভিনয় করেছিলেন ‘ইতি মা’ এবং ‘কেনো’ শিরোনামের দুটি নাটকে। ইতোমধ্যে পার হয়ে গেছে ১৬টি মাস। তিনি এবার অভিনয় করেছেন ‘নট আউট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যে।

‘নট আউট’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে ঈশিতা ছাড়াও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাশার। স্বল্পদৈর্ঘ্যটি আসছে ঈদে যে কোন একটি টেলিভিশন চ্যানেল এবং একইসঙ্গে কোন ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঈশিতা বলেন, ‘গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম। এরপর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে যাই। আমার মনে হয়ে কাজের চেয়ে এই সময়টায় আমাদের নিরাপদ থাকা, সুস্থ থাকাটা বেশি জরুরি। তারপরও ভয়ে ভয়ে এই কাজটা করেছি। পারিবারিক একটি প্রেক্ষাপটের ওপর গল্পটি তৈরি করেছেন আরিয়ান। তার কাজের ধরণও আমার পছন্দ হয়েছে।’

সারাবাংলা/এজেডএস

ঈশিতা নট আউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর