Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ মে ২০২১ ১৫:৩৮

রবিবার (৩০ মে) রাতে অনুষ্ঠিত হয় ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফাইনাল। এবার অনুষ্ঠিত হয় প্রতিযোগীতাটির সিজন ১০। এবারের আসরে দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস।

দ্বিতীয় রানার আপ হিসেবে তৌফিকের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল।

বিজ্ঞাপন

প্রথম রানার আপ হয়েছেন সিধু হেস ও রোশনি। আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু।

রংপুরের ছেলে তৌফিক কদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন কুষ্টিয়াতে আছেন কোয়ারিন্টেনে। তিনি বলেন, ‘আমি ভাবিনি ফাইনালে অংশ নিতে পারব। প্রতিযোগিতা চলাকালীন সময়ে মার্চের শেষ দিকে ঢাকায় আসি। এরমধ্যে লকডাউন শুরু হয়ে যায়। ফাইনালের কথা শুনে গত ১৩ এপ্রিল লকডাউনের মধ্যে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে কলকাতায় যাই। তারপর ফাইনালে জন্য প্রস্তুতি নিই।’

ফাইনাল পর্বটি রেকর্ডিং হয় গত ১২ মে।

সারাবাংলা/এজেডএস

তৌফিক মীরাক্কেল সিজন ১০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর