ভুল শুধরে নিলেন স্ট্যালোন
২৭ মার্চ ২০১৮ ১৪:১৭ | আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১৪:১৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রেস থ্রি ছবির প্রচারণার জন্য নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে একটি ছবি পোস্ট করেছিলেন হলিউডি লিভিং লিজেন্ড সিলভেস্টার স্ট্যালোন। ছবিটি পোস্ট করে বন্ধু সালমানের জন্য শুভকামনাও জানিয়েছিলেন ‘জন র্যাম্বো’ খ্যাত এই অভিনেতা। কিন্তু বিপত্তিটা ঘটে অন্য জায়গায়, তিনি সালমান ভেবে যে ছবিটি শেয়ার করেছিলেন সেটি ছিলো অভিনেতা ববি দেওলের! ফলে স্ট্যালোনের দেয়া ওই পোস্টটিকে কেন্দ্র করে শুরু হয় হাস্যরস।
https://www.instagram.com/p/Bgyq_tqDNMb/?utm_source=ig_embed
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো মতো হেনস্থা হওয়ার পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন স্ট্যালোন। তার এই আচরণ থেকেই বোঝা গেছে কিছুটা বিব্রত হয়েছেন এই অভিনেতা। এরপরই সালমানের পুরোনো একটি ছবি পোস্ট করেছেন তিনি, জানিয়েছেন শুভকামনাও।
মজা করে লিখেছেন, ‘ঠিক আছে, চলুন আবার চেষ্টা করি! মেধাবী অভিনেতা সালমান খানের পরের সিনেমা রেস থ্রি’র জন্য শুভকামনা। (এবার ভুল হলে আমি ইস্তফা দিলাম) লল!’
‘রেস থ্রি’ পরিচালনা করেছেন রেমো ডি’সুজা। সালমান খান ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ববি দেওল, অনিল কাপুর। ছবিটি জুন মাসের পনের তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
সারাবাংলা/টিএস/পিএ