Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাধে’ ছবির সমালোচনা করায় মানহানির মামলা করলেন সালমান


২৬ মে ২০২১ ১৬:৩৭ | আপডেট: ২৬ মে ২০২১ ১৬:৪৩

কমল রশিদ খান, সংক্ষেপে ‘কেআরকে’- বলিউড ইন্ডাস্ট্রিতে স্বঘোষিত ফিল্ম সমালোচক হিসেবেই পরিচিত তিনি। তার ফিল্ম রিভিউ নিমেষেই ভাইরাল হয়ে যায়। দিন কয়েক আগে সালমান খানের ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউ দিতে গিয়ে ক্যামেরার সামনে ঝরঝরিয়ে কাঁদলেন এই ‘কেআরকে’। এক কথায় সালমান খানকে রীতিমতো রোস্ট করেন কেআরকে। মঙ্গলবার (২৫ মে) আবার টুইটারে বোমা ফাটালেন কেআরকে। তার দাবি, সালমান খান নাকি মানহানির মামলা ঠুকেছেন কেআরকের নামে। সালমান খানের উকিলদের পক্ষ থেকে একটি আইনি নোটিশ কেআরকের বাড়িতে পাঠানো হয়েছে। মুম্বাইয়ের এক নগর দায়রা আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেআরকের পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেআরকের পোস্ট

দুবাইয়ের এক থিয়েটারে সালমান খানের সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর প্রথমার্ধ দেখে একটি রিভিউ ভিডিও পোস্ট করেন কেআরকে। সেখানে তিনি বলেন, ‘আমার মাথা ঘুরছে। আমার কান্না পাচ্ছে। আমি কী দেখলাম কিছুই বুঝতে পারছি না। মধ্যান্তরের পর হলের ভিতরে ঢোকার মতো হিম্মত আমার হচ্ছে না। আমাকে ওষুধ খেতে হবে…’। উল্লেখ্য, গত ১৩ই মে বক্স অফিসে ও ওটিটি প্ল্যাটফর্ম জি-প্লেক্স ও জি-ফাইভে ‘পে পার ভিউ’ মডেল অনুযায়ী মুক্তি পেয়েছে সালমান খানের এই ছবি।

বিজ্ঞাপন

কেআরকে লিগ্যাল নোটিশের কপি টুইট করে লেখেন- ‘প্রিয় সালমান খান, এই মানহানির মামলা আপনার হতাশা আর নিরাশার প্রমাণ। আমি রিভিউ দিয়েছি আমার ফলোয়ারদের, আমি আামার কাজ করেছি। আপনার উচিত ভালো মানের ছবি তৈরি করা, আমাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। আমি সত্যের জন্য লড়াই জারি রাখব! ধন্যবাদ এই মামলার জন্য।’

সালমান খান ও কমল রশীদ খান

সালমান খান ও কমল রশীদ খান

এদিকে সালমান খানের পক্ষ থেকে কেআরকের বিরুদ্ধে রাধে-র ভাবমূর্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে। অপর এক টুইটে সালমান খানকে বদমেজাজি বলে কটাক্ষ করে এই ফিল্ম সমালোচক বলেন, ‘যদি ওনার এতোই সমস্যা ছিল তাহলে উনি জানিয়ে দিতে পারতেন, রাধে-র রিভিউ আমি করতাম না।’ সেই টুইটে নিজেকে দুনিয়ার নম্বর ১ ফিল্ম ক্রিটিক বলেও উল্লেখ করেন কেআরকে। গোটা বিষয় নিয়ে সালমান খান বা তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোন বিবৃতি দেওয়া হয়নি।

‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কেআরকের সেই বিতর্কিত রিভিউ —

https://youtu.be/6tMXQ1dofpg

কমল রশিদ খান রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর