Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলার ‘চিরযৌবন’ কামনায় সৃজিত


২৫ মে ২০২১ ১৮:৫২ | আপডেট: ২৫ মে ২০২১ ১৯:৪৮

আজ (২৫ মে) দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন। ৩৭-এ পা দিলেন তিনি। কিন্তু লোকে বলে মিথিলার নাকি বয়স বাড়ে না। তার উপর স্ত্রী যাতে চির যৌবন ধরে রাখে ওপার বাংলায় বসে এমনটাই কামনা করলেন মিথিলার স্বামী নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জী। এই বিশেষ দিনে ঘড়ির কাঁটা রাত বারোটা পার করতেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর জন্য আদুরে শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন সৃজিত।

সৃজিতের সাথে বিয়ের পর এটা মিথিলার দ্বিতীয় জন্মদিন। গত বছরের মতো এবছরও জন্মদিনে পাশে নেই সৃজিত। কারণ এই মুহূর্তে মিথিলা আটকে ঢাকায়, আর সৃজিত রয়েছেন কলকাতায়। কাঁটাতার দুজনকে আলাদা করে রাখলেও মনের টানে কমতি নেই। করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য কাঁটাতারের বেড়ায় তালা পড়েছে, তাই প্রেমের টান থাকলেও কাছে আসবার জো নেই।

মিথিলার জন্মদিনে ফেসবুকে সৃজিতের পোস্ট

মিথিলার জন্মদিনে ফেসবুকে সৃজিতের পোস্ট

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে যে ছবি সৃজিত পোস্ট করলেন তাতে দেখা গেল ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য। মেয়ে আয়রা, সৃজিত এবং মিথিলা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন। মিথিলার জন্মদিনের তার বার্থ ডে মেইট-এর কথা টেনে সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’ নাম না করলেও মার্কিন সংগীত তারকা, নোবলজয়ী শিল্পী বব ডিলানের প্রসঙ্গই এখানে টানলেন সৃজিত। মিথিলার জন্মদিনের ঠিক আগের দিন, ২৪ মে এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন সৃজিলা। গত বছর আগস্টে, স্বাধীনতা দিবসের সময় কলকাতায় গিয়েছিলেন মিথিলা ও আইরা। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় সই-সাবুদ করে বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি।

বিজ্ঞাপন

সৃজিত-মিথিলার ছবি: ইন্টারনেট থেকে

রাফিয়াত রশিদ মিথিলা সৃজিত মুখার্জী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর