Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলটনের মিউজিক ভিডিও ‘জুলিয়েট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ মে ২০২১ ১৬:৩৬

প্রকাশ পেয়েছে তরুণ কণ্ঠশিল্পী মিলটনের নতুন গানের ভিডিও ‘জুলিয়েট’। এটি প্রকাশ করেছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া।

‘তোমার হাজার রোমিও, মাঝে যে আমিও/ জুলিয়েট মনে মনে ভাবতাম তোমায়..’ এমন কথায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক খান এবং কানিজ। গানের কথা, সুর ও সংগীত কণ্ঠশিল্পী মিলটনের নিজের।

জুলফিকার আহমেদ সায়েমের চিত্রগ্রহণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান আহমেদ। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন ব্রাউনি অমিত। আর গানে গীটার বাজিয়েছেন জেআর সুমন।

নতুন ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী মিলটন বলেন, ‘অনেকদিন ধরেই গানটি নিয়ে কাজ করছিলাম। অবশেষে ভিডিও রেডি হলো। লায়নিকের ব্যানারে গানটি মুক্তি পেল। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। এর বাইরেও আরো কয়েকটি ট্র্যাক নিয়ে কাজ করছি আমি।

সারাবাংলা/এজেডএস

জুলিয়েট মিলটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর