Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রূপে আইরিন


২৭ মার্চ ২০১৮ ১১:৫৩ | আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১১:৫৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

র‌্যাম্প থেকে সিনেমায় এসেছেন আইরিন। নানা রকম ব্যস্ততার খবর নিয়ে সংবাদপত্রের পাতায় থাকেন নিয়মিতই। এবার তিনি সামনে এলেন নতুন রূপে! শিল্পী আকাশ সেনের বড় বাজেটের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আইরিন।

‘সুইটি’ শিরোনামে গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে আইরিন বলেন, ‘গানটিতে সিনেমাটিক একটা ব্যাপার রয়েছে। রাতভর গানটির শুটিং করেছি। আশা করি এতে দর্শকরা নতুন এক আইরিনকে দেখতে পাবেন।’

নিজের গাওয়া গানটিতে একই সঙ্গে সুর ও সংগীতায়োজনও করেছেন আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন। কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টপাধ্যায়। গানটির কোরিওগ্রাফি করেছেন শিবরাম শর্মা।

গানটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। বড় বাজেটের একটি ভিডিও। আশা করি ভালো কিছু হবে।’

শিগগিরই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর