Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মানের জায়গাটা রেখে আলাদা হয়ে যাচ্ছি: অপু

আহমেদ জামান শিমুল
২৩ মে ২০২১ ১৬:৪৯ | আপডেট: ২৩ মে ২০২১ ১৬:৫৪

মাহিয়া মাহি রবিবার (২৩ মে) রাতে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেন। এরপর তিনি এক অডিও বার্তায় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে থাকছেন না বলেও জানিয়েছিলেন। তবে এ ব্যাপারে শুরু থেকে অপু বলে আসছিলেন, মনোমালিন্য চলছে তাদের মধ্যে। কিন্তু ডিভোর্স হচ্ছে কিনা এ নিয়ে তিনি কথা বলছিলেন না, অবশেষে তিনিও জানালেন তারা আলাদা হয়ে যাচ্ছেন।

রবিবার বিকেল ৪টার দিকে অপু সারাবাংলাকে বলেন, ‘আমরা পরস্পরের প্রতি সম্মানের জায়গাটা রেখে আলাদা হয়ে যাচ্ছি। এখন শুধু আনুষ্ঠানিক কাগজপত্র হওয়া বাকি।’

বিজ্ঞাপন

তিনি জানান, তার সঙ্গে মাহির সঙ্গে কত কয়েকদিন যাবত এ নিয়ে কথা হচ্ছে। রবিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে বেশ কয়েকবার মাহির সঙ্গে তার দফায় দফায় ফোনালাপ হয়েছে।

‘আসলে আমরা বুঝতে পেরেছি আমাদের একসঙ্গে পথচলাতে সমস্যা তৈরি হচ্ছে। এগুলোর সমাধান হচ্ছে না। তাই আলাদা হয়ে যাওয়াই ভালো’—বলেন অপু।

কী এমন হয়েছিল আপনাদের আলাদা হয়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলো?

অপু বলেন, ‘ও খুব ভালো একটা মানুষ। তারপরও আমাদের কিছু বিষয়ে সমস্যা হচ্ছিল।’

বেশ কয়েকবার ‘সমস্যা’র কথা বলছেন, কিন্তু সমস্যাটা আসলে কী? এ ব্যাপারে পরিষ্কার করেননি অপু।

তবে তিনি জানান, পুরো ব্যাপারটিতে দুই পরিবারের বয়োজ্যেষ্ঠরা কষ্ট পেয়েছেন। তারাও বোঝানোর চেষ্টা করেছেন।

‘ওর(মাহিয়া মাহি) বাবা-মা অনেক ভালো মানুষ। ওনারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। তাছাড়া আমার পরিবারের সবাই ওকে অনেক ভালোবাসেন’—বলেন অপু।

বিয়ের পরও মাহি চলচ্চিত্রে অভিনয় নিয়মিত চালিয়ে গিয়েছেন। এ নিয়ে কোন সমস্যা হয়েছে কি?

বিজ্ঞাপন

বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে অপু বলেন, ‘না না তা হবে কেন? আপনারা সাংবাদিকরা বা চলচ্চিত্র অঙ্গনের সবাই দেখেছেন এ ব্যাপারে আমি কোন সমস্যা করেছি কিনা। বরং এ ব্যাপারে আমি কেন আমার পরিবারের কারোই কোনো সমস্যা ছিলো না।’

মাহি ‘আত্মসম্মান’ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন। বিচ্ছেদের কারণ তাও নয় বলে দাবি অপুর।

গত বছর একবার গুঞ্জন বেরিয়েছিল আপনারা আলাদা হয়ে যাচ্ছেন। তখন আপনারা দুজনেই তা নাকোচ করেছিলেন। এ ব্যাপারে অপু জানান, তখন একটা বিষয়ে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যায়। ‘আমরা কিন্তু ঠিকঠাক না হলে আবার একসঙ্গে থেকেছি কীভাবে?’ প্রশ্ন রেখে বলেন অপু।

তিনি জানান, এখনও আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়নি। কার তার মতে ‘সিদ্ধান্ত যখন হয়েছে আনুষ্ঠানিকতা শুধু একটা কাগজ মাত্র!’

সোমবার ২৪ মে তাদের ৫ম বিবাহবার্ষিকী। এর আগ মুহুর্তে এ ধরণের সিদ্ধান্ত কি পুনর্বিবেচনা করা যেতো না? ‘এই জন্যই আমরা চাই যাতে এ ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ কিছু না ছড়ায়। আমরা একসঙ্গে না থাকলেও আমাদের পরস্পরের প্রতি সম্মানবোধটা আজীবন থাকবে। শুধু একসঙ্গে থাকাটা হলো না!’— বলেন অপু।

ভবিষ্যতে যদি মনে হয় আপনাদের সিদ্ধান্ত ভুল ছিল, তাহলে কি আবার একত্র হবেন? ‘সেটা সময় বলে দিবে’—বলেন অপু।

জানা গেছে, ঈদের কিছুদিন আগে মাহি সিলেটে তার শ্বশুরবাড়ি যান। সেখানে একটি বিষয় নিয়ে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মনোমালিন্য হয়। এতে তিনি রাগ করে রাজশাহী চলে চান। তারপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। এরপরই মাহি রবিবার রাতে হুট করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী , বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা । আমাকে মাফ করে দিও । তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো ’

এ স্ট্যাটাসের পর মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করলেও হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। যেখানে তিনি বলেন, আমি আর অপু একসঙ্গে থাকছি না।

২০১৬ সালের ২৪ মে হুট করে ঘোষণা দিয়ে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুনঃ

মাহির ডিভোর্সের গুঞ্জন, সত্য মিথ্যা নিয়ে যৌথ বিবৃতি বিকেলে

কারা ছড়াচ্ছে বিচ্ছেদের খবর! মাহি-অপু দুজনই বিস্মিত

সারাবাংলা/এজেডএস

টপ নিউজ পারভেজ মাহমুদ অপু মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর