Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সন্তানের মা হবেন দীপিকা!


২০ মে ২০২১ ১৪:০৩

২০০৭ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত কয়েক বছরে বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় সবার উপরে নামটা যে তার, এমনটা নিঃসন্দেহে বলা যায়। কেরিয়ারের পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংটাও বহু আগেই সেরে ফেলেছেন দীপিকা। তিন সন্তানের মা হওয়ার ইচ্ছা তার। আর এই ইচ্ছানুযায়ী তার হাতে সময় রয়েছে মাত্র দুই বছর।

২০১৩ সালে এক সাক্ষাৎকারে দীপিকা মুখ খুলেছিলেন সংসার ও সন্তান নিয়ে। রাজীব মাসান্দকে দেওয়া এক রাউন্ডটেবিল ইন্টারভিউতে দীপিকা জানান, আগামী ১০ বছরে একটা সুখী সংসারের অংশ হতে চান তিনি। মা হতে চান, এবং সন্তানদের সঙ্গে নিয়ে শ্যুটিংয়ে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, আমি জানি না আমি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতাম। তবে আশা করছি, তিনটা বাচ্চা থাকবে যারা এদিক-ওদিক দৌড়াদৌড়ি কবে। আশা করছি, আমার হাতে কাজ থাকবে এবং তাদের নিয়ে শ্যুটিংয়ে যাব। আমার একটা সুখী পরিবার হবে, এবং তখনও আমি সেটাই করব যেটা এখন করছি, অভিনয়।’

বিজ্ঞাপন
দীপিকা-রণবীর

দীপিকা-রণবীর

সন্তানের পরিকল্পনা নিয়ে বছর খানেক আগের এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমার বাবা-মা দুজনেই বাইরে কাজ করত, তবুও আমাদের দুই বোনকে তারা সমানভাবে নিজেদের জীবনের অংশ করেছেন, সময় দিয়েছেন। আশা করছি আমাদের সন্তানদেরও আমরা সেইভাবেই বড় করতে পারব।’

উল্লেখ্য, ২০১৩ সালে দীপিকার ঝুলিতে ছিল চারটা ছবি- রেস টু, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, গোলিও কি রাসলীলা…রামলীলা। সঞ্জয় লীলা বানশালির রামলীলা-র সেটেই রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা। এবং পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালিতে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন তারা।

বিজ্ঞাপন
দীপিকা-রণবীর

দীপিকা-রণবীর

রণবীর সিং বিয়ের পর ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিন বছর ধরে দীপিকাকে বিয়ে করবার প্রহর গুণছিলেন তিনি। দীপিকা হ্যাঁ বলা মাত্রই বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেন তিনি। বিয়ের প্রস্তুতি বহু আগে থেকেই সেরে ফেলেছিলেন তিনি। রণবীর অকপটে বলেন, ‘আমি জানতাম দীপিকাই সেই নারী যাকে আমি বিয়ে করব। এই মেয়েটাই আমার সন্তানের মা হবে।’

তবে যতই পরিকল্পনা হোক না কেন, আগামী দু-বছরে দীপিকার পক্ষে ফ্যামিলি প্ল্যানিং হয়ত সম্ভবপর নয়। কারণ হাতে রয়েছে পাঁচটি বিগ বাজেট ছবির কাজ। তবে এই জুটি কবে দুই থেকে তিন হবে সেই আশায় দিনগুনছেন শুধু এই তারকা দম্পতি নয়, তাদের অনুরাগীরাও।

৩ সন্তানের মা হবেন দীপিকা! দীপিকা পাড়ুকোন রণবীর সিং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর