Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোরা এবার টাইগার শ্রফের নায়িকা


১৯ মে ২০২১ ১৯:০৮

ভারতের বাইরে থেকে এসে যারা বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে‌ নোরা ফতেহি অন্যতম। তার নাচের ছন্দে মুগ্ধ হিন্দি ছবির ইন্ডাস্ট্রি। বলিউডের অন্যতম আইটেম ডান্সার হিসেবে জনপ্রিয় নোরা। এবার সেই নোরাকে দেখা যাবে অভিনয় আর বক্সিং করতে। বলিউড তারকা টাইগার শ্রফের পরের ছবি ‘গণপথ’-এর অন্যতম অভিনেত্রী হিসেবে দেখা যাবে নোরাকে।

নোরা ফতেহি

নোরা ফতেহি

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বিকাশ বহেলের অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘গণপথ’। ছবিতে জুটি হিসেবে দেখা যাবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে। ‘গণপথ’ ছবিতে নোরা এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে কৃতির তুলনায় পর্দায় নোরার উপস্থিতি হবে কম। ছবিতে নোরাকে মিক্সড মার্শাল আর্ট বক্সারের ভূমিকায় দেখা যাবে।

বিজ্ঞাপন
টাইগার শ্রফ ও নোরা ফতেহি

টাইগার শ্রফ ও নোরা ফতেহি

গত বছর ডিসেম্বরে ‘গণপথ’এর প্রথম ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা টাইগার শ্রফ। এই অ্যাকশান- থ্রিলারে নাম ভূমিকায় রয়েছেন টাইগার। প্রায় ছয় বছর আগে ‘হিরোপান্তি’ ছবির মধ্য দিয়ে টাইগার-কৃতি জুটির বলিউডে আবির্ভাব হয়। ফের একবার এই জুটি ঝড় তুলতে আসছেন ‘গণপথ’-এ। সঙ্গে টাইগার আর নোরার নতুন এক রসায়নও উপহার দিতে চলেছেন পরিচালক বিকাশ বহেল।

কৃতি শ্যানন গণপথ টাইগার শ্রফ নোরা ফতেহি বলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর