Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজিনার জন্য ন্যায়বিচার চাইলেন শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ মে ২০২১ ১৭:২৬

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। জয়া, চঞ্চলদের পর এবার এর প্রতিবাদ জানালেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি রোজিনার জন্য ন্যায়বিচার চান।

শাকিব খান লিখেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!

বিজ্ঞাপন

একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।

দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।

কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।’

সারাবাংলা/এজেডএস

রোজিনা ইসলাম শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর